বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » অগ্রিম টিকেট বিক্রি: দ্বিতীয় দিনেও চাহিদা নেই ট্রেনের টিকেটের
অগ্রিম টিকেট বিক্রি: দ্বিতীয় দিনেও চাহিদা নেই ট্রেনের টিকেটের
চট্টগ্রাম: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অগ্রিম টিকেট বিক্রির দ্বিতীয় দিনেও খুব একটা চাহিদা নেই ট্রেনের টিকেটের। তবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে টিকেটের জন্য যাত্রীদের ভিড় বাড়বে বলে আশা করছেন রেলওয়ের কর্মকর্তারা।
বুধবার সকাল নয়টা থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। বিক্রি চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
রেলওয়ের স্টেশন ম্যানেজার আবুল কালাম বাংলানিউজকে বলেন, দ্বিতীয় দিনের জন্য ৪ হাজার ২৮০টি অগ্রিম টিকেট বরাদ্দ রাখা হয়েছে। সুষ্ঠুভাবে টিকেট বিক্রি চলছে। যারা আসছেন তারাই টিকেট সংগ্রহ করতে পারছেন। বিকেল পাঁচটা পর্যন্ত টিকেট থাকা সাপেক্ষে বিক্রি করা হবে।
তবে টিকেট বিক্রির দ্বিতীয় দিনেও টিকেট কাউন্টারে দেখা যায়নি যাত্রীদের ভিড়। স্টেশনে নেই টিকেটের জন্য লম্বা লাইন। যাত্রীরা আসা মাত্রই তাদের কাঙ্খিত টিকেট সংগ্রহ করতে পারছেন।
টিকেটের চাহিদা কম প্রসঙ্গে স্টেশন ম্যানেজার আবুল কালাম বলেন, দ্বিতীয় দিনে ২১ সেপ্টেম্বরের (সোমবার) টিকেট বিক্রি করা হচ্ছে। এদিন অফিস-আদালত খোলা থাকবে। তাই টিকেটের চাহিদা স্বাভাবিকভাবেই কিছুটা কম। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে টিকেটের চাহিদা বাড়বে বলে আশা করছি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট নিতে পারবেন। তবে বিক্রিত টিকেট ফেরত দেওয়া যাবে না। অগ্রিম টিকেট বিক্রির পাশপাশি নিয়মিত টিকেট বিক্রি কার্যক্রম চলবে।
সুত্র জানায়, ১৬ সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রাম থেকে বিক্রি হচ্ছে ২১ সেপ্টেম্বরের টিকেট। ১৭ সেপ্টেম্বর ২২, ১৮ সেপ্টেম্বর ২৩ এবং ১৯ সেপ্টেম্বর বিক্রি হবে ২৪ সেপ্টেম্বরের অগ্রিম টিকেট।
একইভাবে ২৩ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে ফিরতি টিকেট। এদিন বিক্রি হবে ২৭ সেপ্টেম্বরের টিকিট। ২৪ সেপ্টেম্বর ২৮, ২৫ সেপ্টেম্বর ২৯, ২৬ সেপ্টেম্বর ৩০ এবং ২৭ সেপ্টেম্বর বিক্রি হবে ১ অক্টোবরের টিকেট।