শনিবার ● ২০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » নাটোর » দূর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ আইসিটি প্রতিমন্ত্রী পলক
দূর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ আইসিটি প্রতিমন্ত্রী পলক
সিংড়া (নাটোর) প্রতিনিধি :: (৫ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.২৩মিঃ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, দূর্নীতি, অপকর্ম ও অন্যায়ের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে৷ এসবেব বিষয়ে কোন ছাড় নেই৷ তিনি ২০ আগষ্ট শনিবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে গণশুনানীতে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন৷
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান জনগণের দৌড় গোড়ায় সকল সেবা পৌঁছে দিতে কাজ করছে৷ উন্নয়নের এই অগ্রযাত্রা চলমান থাকবে৷ পুলিশ প্রশাসন,স্বাস্থ্য,বিদ্যুৎ, ভূমি, শিক্ষা বিষয়ে এই গণশুনানীতে সহকারী কমিশনার ভূমি জাহিদুল ইসলাম, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডলসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা উপস্থিত ছিলেন৷
এরপরে প্রতিমন্ত্রী পলক পৌর শহরের জামিলা ফয়েজ পলিটেকনিক ইন্সটিটিউট ও শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসায় স্থাপিত শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।