শনিবার ● ২০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় ফারিয়া জাতীয় শোক দিবস বয়কট করেছে
মাটিরাঙ্গায় ফারিয়া জাতীয় শোক দিবস বয়কট করেছে
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৫ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৩২মিঃ) বাংলাদেশে প্রচলিত বিভিন্ন ঔষধ কোম্পানির কতিপয় প্রতিনিধিদের সংগঠন মাটিরাঙ্গা ফার্মাসিটিউক্যালস রিপ্রেজেন্ট্যাটিভ এসোসিয়েশন (ফারিয়া),জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪১তম মৃত্যু বার্ষিকী ১৫ আগষ্ট ২০১৬ জাতিয় শোক দিবস পালন বয়কট করার খবর পাওয়া গেছে ৷
জানা গেছে , ১৫ আগষ্ট ২০১৬ জাতিয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলার সকল সরকারী,আধা সরকারী, বেসরকারী,প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে৷
এই দিন মাটিরাঙ্গার সকল সরকারী,বেসরকারী প্রতিষ্ঠানে জাতিয় পতাকা অর্ধনমিত ছিল৷ কিন্তু রহস্যজনক ভাবে মাটিরাঙ্গা ঔষধ কোম্পানি প্রতিনিধিদের সংগঠন “ফারিয়া” জাতিয় শোকের এইদিন জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেননি৷ যদিও প্রতিষ্ঠানটির সভাপতি মন্ডলির পদে অধিষ্ঠিত রয়েছেন আওয়ামীলীগ সমর্থিত ব্যক্তিবর্গ৷ বিভিন্ন সুত্রে জানা গেছে, সংগঠনটিতে বিএনপি ও জামায়াত সমর্থিত সদস্য সংখ্যা বেশী ও তাদের অনিহার কারণেই জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেনি সংগঠনটি ৷
কেন ? জাতিয় শোক দিবসে প্রতিষ্ঠানটির পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়নি এমন প্রশ্নের জবাবে এসিআই ঔষধ কোম্পিনীর এর মাটিরঙ্গা প্রতিনিধি ও ফারিয়া’র বর্তমান সভাপতি মো. ফারুক হোসেন জেবু বলেন, বিষয়টি নিয়ে সংবাদ প্রতিনিধিরা এ ধরণের প্রশ্ন করার সুযোগ নাই৷
সংগঠনটির বেশীর ভাগ সদস্য ছুটিতে থাকার ফলে শ্রদ্ধাঞ্জলী দেয়া হয়নি উল্লেখ করলেও সভাপতি নিজে মাটিরাঙ্গায় উপস্থিত থাকা সত্বেও কেন জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেননি তার সন্তোষ জনক উত্তর দিতে পারেননি৷
এ দিকে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গার ড্রাগ ইন্টান্যাশনাল এর প্রতিনিধি মো. নজরুল ইসলাম “ফারিয়া” জাতিয় শোক দিবস পালন করেছে বলে দাবী করেন৷ কিন্তু তিনি এ বিষয়ে কোন ছবি বা গ্রহনযোগ্য প্রমাণ দেখাতে পারেননি৷
এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের পরস্পর বিরোধী বক্তব্য লক্ষ করা যায় সংগঠনটির মধ্যে আদর্শ নিয়ে বিএনপি ও জামায়াত পন্থীরা শক্ত অবস্থান রয়েছে৷