রবিবার ● ১৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ভিডিপি সদস্য নিহত, সেনাসহ আহত ২
বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ভিডিপি সদস্য নিহত, সেনাসহ আহত ২
বান্দরবান প্রতিনিধি ::দুই পর্যটকসহ অপহৃত চারজনকে উদ্ধার এবং সন্ত্রাস দমনে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে ৷
সন্ত্রাসীদের গুলিতে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়তলী ইউনিয়নের ফাইসিং কারবারী পাড়ার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য মংপং ম্রো নিহত হয়েছেন ৷
রোববার দুপুরে বান্দরবানের দুর্গম ও মিয়ানমার-ভারত সীমান্ত জারুলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে ৷
এ সময় সেনা সদস্য মো. কাশেম এবং আনসার সদস্য হান্নান গুলিবিদ্ধ হন৷ তাদেরকে সেনা হেলিকপ্টারে দ্রুত চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷
সরকারি সূত্রগুলো জানায়, সীমান্ত ও দুগর্ম এলাকাসমূহে যৌথবাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে ৷
যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সকাল ১০টা থেকে থেমে থেমে গোলাগুলির ঘটনা অব্যাহত রয়েছে ৷
বড়তলী ইউপি চেয়ারম্যান আথুই মং মারমা বিকাল ৩টায় এসব তথ্য নিশ্চিত করেছেন৷ তবে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো কিছুই জানানো হয়নি৷
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম সিএইচটি মিডিয়া টু্য়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ২টার পর দুর্গম সীমান্ত এলাকায় যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ে ভিডিপি সদস্য মংপং ম্রো নিহত হন ৷ আহত হন এক সেনা ও এক আনসার সদস্য ৷
তবে এখনো অপহৃতদের সন্ধান মেলেনি৷ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান৷
উল্লেখ্য, গত ৩ অক্টোবর বান্দরবান জেলা সংলগ্ন রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ও সীমান্ত এলাকার কাছে সেপ্রু পাড়া থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা ঢাকা থেকে আসা পর্যটক মুন্না ও জোবায়েরসহ তাদের গাইড মংসাং ম্রোকে ধরে নিয়ে যায় ৷ একইদিন রুমা উপজেলার আনন্দপাড়া এলাকা থেকে অপর এক পর্যটক গাইড লাল রিংসাং বমসহ অপহৃত হন৷ তাদের এখনও খোঁজ মেলেনি৷
গত শুক্রবার সকালে দুর্গম রুমা উপজেলার সীমান্ত এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়েছে ৷ এ সময় একটি মার্ক-রাইফেলসহ বিপুল পরিমাণ ম্যাগজিন, গোলাবারম্নদ উদ্ধার করা হয়৷ একই সময় অপহৃতদের দুজনের মধ্যে একজনের ভোটার আইডি কার্ডও উদ্ধার হয় ৷ আপলোড : ১৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.২০ মিঃ