শনিবার ● ২০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শৈলকূপার সন্ত্রাসী হামলায় ৩ আওয়ামীলীগ কর্মী আহত
শৈলকূপার সন্ত্রাসী হামলায় ৩ আওয়ামীলীগ কর্মী আহত
ঝিনাইদহ প্রতিনিধি :: (৫ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.১৩মিঃ) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আবাইপুর ইউনিয়নের বাঘণী গ্রামে পুজা উত্যাপন কমিটি গঠনে মত বিরোধের ফলে ২০ আগষ্ট শনিবার সকালের দিকে বাঘনি গ্রামের ২০/২৫ জনের একদল অতর্কিত হামলা চালিয়ে আবাইপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাঘনি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মহীন্দ্রনাথ বিশ্বাস (৬০), জয়ন্ত বাড়ই (৩০)ও সঞ্চয় বিশ্বাস কে আহত করে৷
গ্রামবাসী পরে এদের কে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে৷ বর্তমানে এই ৩ জন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিত্সাধীন আছে৷
হামলা প্রসঙ্গে আহত জয়নত্ম বাড়ই জানিয়েছে, সকাল ৭.৩০ মিনিটের দিকে বাঘনি গ্রামের সন্তোষ বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস, মাদল চন্দ্র বিশ্বাসের ছেলে মনোরঞ্জন বিশ্বাস, বিনোদ বিশ্বাসের ছেলে বিপুল বাড়ই, নিমাই বিশ্বাসের ছেলে নিশিকান্ত, বিধান, তিসি, ত্রিপদ বিশ্বাসের ছেলে সজিবও জীবন, সুরেন্দ নাথ বিশ্বাসের ছেলে কুমারেস, অরবিন্দ্র, যতিন্দ্র নাথ বিশ্বাসের ছেলে সুবাস সহ প্রায় ২০/২৫ জনের একটি দল হঠাত্ করে হামলা চালায়৷ কিনত্মু পুজা কমিটি নিয়ে মত বিরোধ হলেও মুলত হামলা কারিরা বিএনপির রাজনীতির সাথে জড়িত ৷
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা নৌকা প্রার্থীর জন্য কাজ করেছিলাম বলেই আমাদের উপর এই হামলা হয়েছে৷
উল্লেখ্য, ঝিনাইদহে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণার পর থেকে আবাইপুর ইউনিয়নে এই ধরনের হামলা লেগেই আছে৷
১১ নং আবাইপুর ইউনিয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি শৈলকূপা উপজেলা যুবলীগের সহ সভাপতি গাঙ্গুটিয়া গ্রামের বক্কার বিশ্বাসের ছেলে শহিদুল ইসলামের উপর হামলার ২৪ ঘন্টার মধ্যে আরেকটি হামলা সংগঠিত হল৷
জানা গেছে, ঘটনায় পর শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনা স্থল পরিদর্শন করেন৷ সবাইকে শান্তি শৃঙ্গলা বজায় রাখার আহবান জানান৷
হাট ফাজিলপুর ক্যাম্পের ইনচার্জ এস আই জামিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে পুজা কে কেন্দ্র করে গোলমাল সৃষ্টি হয়েছে৷ ও সি স্যার সবাইকে নিয়ে মিটিং করছে যাতে আর নতুন করে অরাজকতা সৃষ্টি না হয়৷