সোমবার ● ২২ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারে অর্থ ও শুকনো খাবার বিতরন
কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারে অর্থ ও শুকনো খাবার বিতরন
কাউখালী প্রতিনিধি :: (৭ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.২৫মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারকে দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর থেকে রাঙামাটি জেলা প্রশাসক প্রাপ্ত বরাদ্ধ হতে কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৮০ টি পরিবারকে শুকনো খাবার প্রদান ও ২৫ পরিবারকে নগদ পাচঁ হাজার টাকা করে চেক ২২ আগষ্ট সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিতরন করা হয়৷
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারদের নগত অর্থের চেক ও শুকনো খাবার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মত্স্য অফিসার এস এম শাহজান সিরাজ, ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খইচাবাই তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরন সাহা, মেম্বার মিলন কান্তি পালিত, মেম্বার রকি মারমা ও সাংবাদিক মোঃ ওমর ফারুক৷
আলোচনা সভা শেষে পরে কাউখালী উপজেলার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৮০ টি পরিবারের মাঝে শুকনো খাবার (চাউল ৫ কেজি,ডাল কেজি,মুড়ি ৫০০গ্রাম,লবন ১ কেজি,তৈল কেজি,মুড়ি ৫০০গ্রাম,চিনি ১ কেজি,চিড়া ১ কেজি,মোমবাতি ১ডজন,দিয়শলাই ১ডজন,ব্যাগ ১টি) এবং ২৫ পরিবারের প্রত্যেককে নগদ অর্থের (পাচঁ হাজার টাকা) চেক উপজেলা নির্বাহী অফিসার প্রত্যেকের হাতে তুলে দেন৷ অন্যদিকে একই দিনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর হতে উপজেলার ২৪ জন দুস্থ মহিলাকে (নগদ পাচঁহাজার টাকা) চেক প্রদান করা হয়৷