সোমবার ● ২২ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ফুটপাতের ড্রেনের ঢাকনা ভেঙ্গে জনসাধারণের ভোগান্তি
ঝিনাইদহে ফুটপাতের ড্রেনের ঢাকনা ভেঙ্গে জনসাধারণের ভোগান্তি
ঝিনাইদহ প্রতিনিধি :: (৭ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৫মিঃ) ঝিনাইদহ সদরের পৌরসভা বাংলাদেশের প্রথম ক্যাটাগরির পৌরসভা৷ এই শহরের প্রানকেন্দ্রে অবস্থিত জনবহুল হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক৷ এই সড়কের উত্তর পার্শে ঝিনাইদহ সদর থানার দেওয়াল ঘেঁসে ফুটপাতের ড্রেনের উপরের ঢাকনা বসানো যার উপর দিয়ে প্রতিদিন দিবারাত্রে হাজার হাজার নারী, পুরুষ, শিশু, বৃদ্ধা, প্রতিবন্ধী পায়ে হেঁটে চলাচল করে৷ কিন্তু এই জন গুরুত্বপূর্ণ ফুটপাতের কয়েকটি ঢাকনা এমন ভাবে ভেঙ্গে গেছে যে পায়ে হেঁটে চলাচল করা বিপদ জনক হয়ে পড়েছে৷
তবুও প্রয়োজনের তাগিদে ঝুকি নিয়েই চলছে জনসাধারণ৷ যে কোন সময় যে কারো ঘটে যেতে পারে দুর্ঘটনা৷ যে কোন সময়,ঝিনাইদহের জনসাধারন হারাতে পারে তার জীবনের মূল্যবান সম্পদ৷ যাতে এই ড্রেনের ঢাকনা গুলি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের অনূরোধ জানিয়েছে ঝিনাইদহ পৌরসভা মেয়রের নিকট ঝিনাইদহ শহরবাসী৷