সোমবার ● ২২ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে কবর থেকে কঙ্কাল চুরি
গাজীপুরে কবর থেকে কঙ্কাল চুরি
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.৫০মিঃ) গাজীপুরের শ্রীপুরে রাতের আঁধারে পুরনো কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে৷
২০ আগষ্ট শনিবার দিবাগত রাতে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামে ঘটনাটি ঘটে৷
গ্রামবাসী জানিয়েছে, ওই গ্রামের একটি পারিবারিক গোরস্থানের ৬টি কবর থেকে কঙ্কাল চুরি হয়৷
গ্রামবাসী জানায়, দক্ষিণ বারতোপা সড়কের পশ্চিম পাশে ওই গ্রামের মোল্লাবাড়ীর পারিবারিক পুরনো গোরস্থান৷ গোরস্থানের আবদুল হামিদ মোল্লা, এরশাদ আলী মোল্লা, মনির হোসেন মোল্লা, কাওসার মোল্লা, বানেছা খাতুন ও মজিদ সরকারের কবর থেকে কঙ্কাল চুরি হয়৷
বারতোপা গ্রামের স্কুলশিক্ষক জয়নুল আবেদীন জানান ২১ আগষ্ট রবিবার সকালে গোরস্থানে একটি কবরের মাটি সরানো ছিল৷ ৫টি কবরও ছিল সদ্য মাটিচাপা দেয়া৷ পথচারীরা প্রথমে ঘটনা টের পান৷ পরে স্বজনরা ছুটে গিয়ে একে একে ৬টি কবরে লাশের কোন হাড়গোড়ও খুঁজে পাননি৷
স্বজনদের দাবি, রাতে কোন এক সময় কে বা কারা কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে৷
সেলিম মোল্লা জানান, যে ৬টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, তাদের একজন ১০ বছর আগে, দুইজন প্রায় ৮ বছর আগে, একজন ৪ বছর ও দুইজন প্রায় এক বছর আগে মারা গেছেন৷ একজন সড়ক দুর্ঘটনায় মারা গেলেও অন্যদের ছিল স্বাভাবিক মৃত্যু৷
শ্রীপুর মডেল থানার এসআই জাকির হোসেন বলেন, ঘটনা জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ তদন্ত চলছে৷