মঙ্গলবার ● ২৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » কালীগঞ্জ থানার শ্রেষ্ঠ এসআই শুকুমার ও নিরবকে পুরস্কার
কালীগঞ্জ থানার শ্রেষ্ঠ এসআই শুকুমার ও নিরবকে পুরস্কার
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জ থানার দুই এসআই মামলা তদন্তে শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার অর্জন করেছেন শুকুমার কুন্ডু ও এসআই নিরব হোসেন৷
ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন৷ এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজহাজার আলী শেখ, জেলার ৬ থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, চলতি বছরের ১৪ মার্চ ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিমতলা এলাকার শিয়া মতবাদের হোমিও চিকিত্সক আব্দুর রাজ্জাককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা৷
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিরব হোসেন ঘটনার সাথে সম্পৃক্ত সবুজ খান (২২) নামের এক শিবির নেতাকে ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর থেকে গ্রেফতার করেন৷ পরে আদালতে সবুজ খান হত্যাকান্ডের ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে৷ এ মামলার সাফল্যস্বরুপ এসআই নিরব হোসেনকে জুলাই মাসের শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার প্রদান করা হয়৷
অপরদিকে ২০১৫ সালের ২৭ ডিসেম্বের কালীগঞ্জের খোদ্দরায়গ্রামের বাবু দাসের ছেলে শিশু সৌরভ কে নৃশংসভাবে হত্যা করা হয়৷ ওই মামলার তদনত্মকারী কর্মকর্তা এসআই শুকুমার কুন্ডু হত্যা সাথে জড়িত থাকার অপরাধে গত চলতি বছরের ২৫ মে বিপুল দাস ও আকাশ নামের দুই হত্যকারীকে গ্রেফতার করে৷
এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি পাশ্ববর্তী পুকুর থেকে উদ্ধার করা হয়৷ পরে কালীগঞ্জের আমলী ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আলমগীর কবীরের সামনে ফৌজদারী দন্ডবিধির ১৬৪ ধারায় আসামিরা হত্যার ঘটনা বর্ণনা করে৷ এ মামলার সাফল্যস্বরুপ এসআই শুকুমার কুন্ডুকে শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার প্রদান করা হয়৷