মঙ্গলবার ● ২৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে মত্স্য বিভাগের পোনা অবমুিক্ত কার্যক্রম
কাউখালীতে মত্স্য বিভাগের পোনা অবমুিক্ত কার্যক্রম
কাউখালী প্রতিনিধি :: (৮ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৭মিঃ) পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলা মত্স্য বিভাগের উদ্যোগে ২৩ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে মত্স্য সফলভোগী বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে পোনা অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ৷
পোনা অবমুক্তি কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন,কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচামং), কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার, কাউখালী উপজেলা পরিষদ মহিলা ভা্ইস-চেয়ারম্যান এ্যানি চাকমা (কৃপা), উপজেলা ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী (ডুমং), রাঙামাটি জেলা মত্স্য প্রকল্প উপ-পরিচালক মোঃ বিল্লাল হোসেন, চট্টগ্রাম মেরীন ফিশারীজ পরিদর্শক মোঃ মাহবুব, ৩নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাষ্ঠার জগদীশ চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কমল বরন সাহা, উপজেলা সহকারী মত্স্য অফিসার মৃনাল কান্তি চাকমা,সাংবাদিক মোঃ ওমর ফারুক, ঘাগড়া ইউপি মেম্বার মোঃ শরীফ প্রমূখ ৷ এ সময় কাউখালী উপজেলার চারটি ইউনিয়নের ৭৬ টি জলাশয়ে মোট ২৬৬ কেজি বিভিন্ন জাতের মত্স্য পোনা অবমুক্তির জন্য বিতরন করা হয়৷ পোনার মধ্যে ছিল রুই,কাতলা,মৃগেল,সাধা গনিয়া,কালি বাউস৷
উল্লেখ্য যে, কাউখালী উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন মসজিদের পুকুর,প্রাতিষ্ঠানিক জলাশয়, সরকারী বরাদ্ধের জলাশয় ও সমাজভিত্তিক বিভিন্ন জলাশয়ে এসব পোনা অবমুক্তির জন্য বিতরন করা হয়৷