রবিবার ● ১৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » সিংড়ায় ৮২টি মন্ডপে পালিত হবে শারদীয় দূর্গাপূজা
সিংড়ায় ৮২টি মন্ডপে পালিত হবে শারদীয় দূর্গাপূজা
সিংড়া (নাটোর) প্রতিনিধি :: হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহত ধর্মীয় উত্সব শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদ ৷ ইতোমধ্যেই প্রতিমা শিল্পীরা শেষ করেছে প্রতিমা তৈরির কাজ ৷ রং তুলির আঁচড় প্রায়ই শেষ বললেই চলে ৷ নিপুণ কারুকাজে প্রতিমার নানা রূপ দিতে নির্ঘুম রাত পার করছেন প্রতিমা কারিগররা ৷ এদিকে উপজেলার পূজামন্ডপগুলো কঠোর নিরাপত্তার মধ্যে থাকবে জানিয়েছে উপজেলা প্রশাসন ৷
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বিহারী দাস জানান, ব্যাপক উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলার ৮২টি পূজামন্ডপ দূর্গেসবের প্রস্তুতি কাজ শেষ করেছে৷ সাজসজ্জায় ইতিমধ্যে চারদিকে বিরাজ করছে দূর্গাপূজার আমেজ৷ এবার ঝুঁকিপূর্ন কোন কেন্দ্র নেই ৷
ভারপ্রাপ্ত ইএনও জাহিদুল ইসলাম জানান, হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহত এই ধর্মীয় অনুষ্ঠানটি যেন শানত্মিপূর্নভাবে পালন করতে পারেন সেজন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সর্বদা তত্পর থাকবে ৷
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, এবার পূজায় ঝুঁকিপূর্ন কোন কেন্দ্র নির্ধারণ করা হয়নি৷ তারপরও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজামন্ডপে সার্বক্ষণিক পুলিশী টহল জোরদারের পাশাপাশি আনসার-ভিডিপি সদস্য ও স্বেচ্ছাসেবক সদস্যরাও কাজ করবে ৷
আপলোড: ১৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.১৭ মিঃ