মঙ্গলবার ● ২৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় মত্স বিভাগের পোনামাছ বিতরণ
মাটিরাঙ্গায় মত্স বিভাগের পোনামাছ বিতরণ
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৮ভাদ্র ১৪২৩ বাংলা: বাঙরাদেশ সময় সন্ধ্যা ৬.২০মিঃ) মত্স্য চাষীরা স্বাবলম্বি হয়ে নতুন দিগনত্ম উনেমাচন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করে মাটিরাঙ্গার ইউএনও বিএম মশিউর রহমান বলেন, আধুনিক পদ্ধতিতে মত্স্য চাষ করে নিজেদের আর্থিক অবস্থার পরিবর্তন আনতে হবে৷ ইতিমধ্যে মত্স্য চাষ মাটিরাঙ্গায় মত্স্য ক্ষেত্রকে সম্বৃদ্ধ করেছে উলেস্নখ করে তিনি বলেন, মত্স্য চাষ করে অনেকেই স্বাবলম্বি হয়েছে৷ মত্স্য চাষ দেশের বাজারেও মাছের চাহিদা পূরণ করে বৈদেশিক মুদ্রা অর্জনেও ভূমিকা রাখছে৷
২৩ আগষ্ট মঙ্গলবার দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা মত্স্য কর্মকর্তা মো: আরিফুর রহমান এর সভাপতিত্বে পোনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা ইউএনও বি.এম মশিউর রহমান-উপরোক্ত কথা বলেন৷
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ রায়হানুল হারুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবীর, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো: আবুল হাশেম ভুইয়া ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো: শহদিুল ইসলাম সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন৷ এসময় মাটিরাঙ্গা সেনা জোন, পলাশপুর বিজিবি, যামিনীপাড়া বিজিবি জোনসহ বিভিন্ন মসজিদ, মন্দির, সমবায় সমিতি ও শিক্ষা প্রতিষ্ঠানের জলাশয়ের জন্যে ৫০জনের মাঝে ৩ শত ৫ কেজি পোনামাছ বিতরন করা হয়৷