মঙ্গলবার ● ২৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » বাংলাদেশের দক্ষ লোক নেবে সৌদির আল বাওয়ানি
বাংলাদেশের দক্ষ লোক নেবে সৌদির আল বাওয়ানি
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫০মিঃ) বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক হাজার দক্ষ লোক নেবে সৌদি আরবের বৃহত্তম কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কোম্পানি আল-বাওয়ানি গ্রুপ৷ বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে ওই দেশের বিল্ডিং কনস্ট্রাকশন কাজে নিয়োগের জন্য বিনা খরচে এবং উচ্চ বেতনে দীর্ঘমেয়াদী সময়ের জন্য চাকরির সুযোগ পাবে বাংলাদেশীরা৷
২৩ আগস্ট মঙ্গলবার সকালে গাজীপুরের শিমুলতলী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই) পরিদর্শনে এসে সৌদি আল-বাওয়ানি গ্রুপের দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এ ঘোষণা দেয়৷
কোম্পানির জেনারেল ম্যানেজার ফাখার আব্দুল মায়িন আল শাওয়াফ এবং উপদেষ্টা জেঃ কেলভিন তিন দিনের সফরে ২২ আগস্ট বাংলাদেশে আসেন৷
২৩ আগষ্ট মঙ্গলবার সকালে ওই প্রতিনিধি দল গাজীপুরে টিটিটিআই পরিদর্শনকালে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন ও ওয়ার্কিং ল্যাব ঘুরে দেখেন৷ তারা প্রশিক্ষণ কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং টিটিটিআই’র প্রশংসা করেন৷ এসময় প্রশিক্ষনার্থীদের ইংরেজি ও আরবি ভাষায় এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান৷
আল-বাওয়ানি গ্রুপের জেনারেল ম্যানেজার ফাখার আব্দুল মায়িন আল শাওয়াফ বলেন, সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে৷ অতীতেও বাংলাদেশিরা অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে সেখানকার উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে৷ যেসব কর্মীদেরকে নিয়োগ দেওয়া হবে তারা বিনা খরচে সেখানে উচ্চ বেতনে দীর্ঘদিন কাজ করার সুযোগ পাবেন৷
এসময় সেনাকল্যাণ সংস্থার ঊর্ধতন কর্মকতা ব্রিগ্রেডিয়ার জেনারেল ফরিদ আহমেদ, কর্নেল জিল্লুর রহমান, টিটিটিআই’র প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল (অব.) আছয়াদুর রহমান, ভাইস প্রিন্সিপাল মেজর (অবঃ) শ্যামলেন্দু কবিরাজ ও ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷