বুধবার ● ২৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নকশী টিভি’র প্রথম বর্ষপুর্তিতে,অনলাইন মিডিয়া ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে পারে : সামসুল আরেফিন
নকশী টিভি’র প্রথম বর্ষপুর্তিতে,অনলাইন মিডিয়া ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে পারে : সামসুল আরেফিন
ষ্টাফ রিপোর্টার :: (৯ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ৩.৪০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেছেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনলাইন মিডিয়া গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে পারে৷ তিনি ২৪ আগষ্ট বুধবার সকালে রাঙামাটি চারুকলা একাডেমী হলরুমে অনলাইন টিভি চ্যানেল নকশী টিভি’র প্রথম বর্ষপুর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন ৷
নকশী টিভি’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. টিপু সুলতান, জেলা সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা, প্রবীন সাংবাদিক, রাঙামাটি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক প্রবীন সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, বিদ্যুত্ উন্নয়ন বোর্ড বিতরণ ও বিপনন বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার ও রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন ৷
এছাড়া রাঙামাটি চারুকলা একাডেমীর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ রতিকান্ত তঞ্চঙ্গ্যা, প্রবীন সাংবাদিক ইনকিলাব এর রাঙামাটি প্রতিনিধি সৈয়দ মাহাবুব, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর নির্বাহী সম্পাদক কাজী আব্দুর রউফ, এনটিভি রাঙামাটি প্রতিনিধি ফজলে এলাহী, গাজী টিভি রাঙামাটি প্রতিনিধি মিল্টন বাহাদুর, বাংলা ভিশনের রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথ, একাত্তর টিভির উ রাখাইন কায়েস, প্রিয় চট্টগ্রামের রাঙামাটি জেলা প্রতিনিধি মো. হান্নান, সাংবাদিক লিটন শীল, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সদস্য মো. সুলতান আহমেদ, আবুল কাসেম, জাতীয় দলের উশু খেলোয়াড় আব্দুল মান্নান, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদি আলম, বৃহত্তর বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমিতির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক টেক ভ্যালী’র স্বত্ত্বাধীকারী মো. হালিম, স্কুলের ছাত্রছাত্রী, অভিবাবক ও শুভানুধ্যায়ী প্রমুখ উপস্থিত ছিলেন ৷
এসময় বিশেষ অতিথি রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতান বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনলাইন মিডিয়ার যে গুরুত্ব এবং বাংলাদেশ যে ডিজিটাল হচ্ছে তার প্রমাণ এই অনলাইন টিভি চ্যানেল নকশী টিভি, আমি নকশী টিভি’র উত্তরোত্তর সাফল্য কামনা করছি ৷ তিনি গ্রাম বাংলার ঐতিহ্য তুলে আনতে নকশী টিভি’র ভুমিকা রাখতে পারে বলে মত প্রকাশ করেন ৷
রাঙামাটি জেলা সভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা বলেন, দেশ এখন প্রযুক্তি নির্ভর হয়ে গেছে, কাজেই অনলাইনে টিভি এখন সময়ের দাবি ৷ তিনি তৃনমুল পর্যায়ের বাস্তবমুখী চিত্র, স্বাস্থ্য, শিক্ষা ও জীবণ মানের বিষয়ে তুলে ধরার জন্য নকশী টিভি কতৃপক্ষ তথা নকশী টিভি’র বর্ষপুর্তির আয়োজকদের অনুরোধ জানান ৷
প্রবীন সাংবাদিক একেএম মকছুদ আহমেদ বলেন, আগে পর্দায় টিভি দেখতাম, এখন অনলাইনের সুবাদে মোবাইল ফোনে টিভি ও গুরুত্বপুর্ণ সংবাদ দেখতে পাচ্ছি ৷ বাংলাদেশ ডিজিটাল হচ্ছে তার প্রমাণ এই নকশী টিভি ৷
বিদ্যুত্ উন্নয়ন বোড বিতরণ ও বিপনন বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার বলেন, দেশের জঙ্গীবাদ ও সন্ত্রাস মোকাবেলায় তৃনমুল পর্যায়ে কাজ করে নকশী টিভি গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে পারে ৷
রাঙামাটি পৌর সভার প্যানেল মেয়র জামাল উদ্দিন বলেন, অনলাইনে টিভি এখন সময়ের দাবি ৷
বক্তারা অনলাইন টিভি চ্যানেল নকশী টিভি’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন৷
আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সামসুর আরেফিন অতিথিবৃন্দদের সাথে নকশী টিভি’র প্রথম বর্ষপুর্তির কেক কেটে অনুষ্ঠান সফল করেন ৷
পরে রাঙামাটি চারুকলা একাডেমীর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ রতিকান্ত তঞ্চঙ্গ্যা অতিথিবৃন্দকে চারুকলা একাডেমী ঘুরে দেখান এবং প্রধান অতিথি জেলা প্রশাসক সামসুল আরেফিনকে রতিকান্ত তঞ্চঙ্গ্যা নিজের আকা একটি ছবি উপহার দেন ৷
নকশী টিভি’র বর্ষপুর্তি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নকশী টিভি রাঙামাটি জেলা প্রতিনিধি জুঁই চাকমা ৷
নকশী টিভি’র প্রথম বর্ষপুর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আবুল কাসেম ৷