বুধবার ● ২৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে জেএমবি’র নারী শাখার প্রশিক্ষকসহ আটক ৫: অস্ত্র উদ্ধার
গাজীপুরে জেএমবি’র নারী শাখার প্রশিক্ষকসহ আটক ৫: অস্ত্র উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.২০মিঃ) গাজীপুরের টঙ্গী ও হাজিরপুকুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নারী শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের আমির কানাডা ফেরত রাশেদু্জ্জমানসহ ৫ জনকে আটক করেছে র্যাব৷ এ সময় তাদের কাছ থেকে ৩টি হাত বোমা, ২টি পিস্তল, ১০ রাউন্ড গুলিসহ ম্যাগজিন, গান পাউডার, ডেটোনেটর, চাকু, চাপাতি, বিপুল পরিমাণ বিস্ফোরক ও জেহাদি বই উদ্ধার করা হয়৷
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের টঙ্গীর পেশনরোড এলাকায় অভিযান চালিয়ে জেএমবির দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির রাশেদুজ্জামান রোজসহ ৩ জেএমবি সদস্যকে আটক করা হয়৷ পরে তাদের দেয়া তথ্যমতে গাজীপুরের হাজিরপুকুর এলাকায় একটি মসজিদের মার্কেটের দুটি দোকানে বুধবার ভোর ৫টার দিকে অভিযান চালানো হয়৷ এ সময় দুটি দোকান থেকে আরও দুই জেএমবি সদস্যকে আটক করা হয়৷
তাদের তাদের কাছ থেকে ৩টি হাত বোমা, ২টি পিস্তল, ১০ রাউন্ড গুলিসহ ম্যাগজিন, গান পাউডার, ডেটোনেটর, চাকু, চাপাতি, বিপুল পরিমান বিস্ফোরক ও জেহাদি বই, কম্পিটউটার, ল্যাপটপ উদ্ধার করা হয়েছে৷
আকটকৃতদের মধ্যে জেএমবির নারী দলের প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের আমির রাশেদুজ্জামান রোজ, আহলে হাদিসের নেতা আব্দুল হাই, সাইদুল ইসলাম, ফিরোজ আহমেদ ও সুইসাইড স্কোয়াড বাহিনীর সদস্য মোঃ সাহাবুদ্দিন রয়েছে৷ আটককৃতদের বয়স ৩৫ এর মধ্যে৷
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, সম্প্রতি জেএমবির যে নারী সদস্যদের আটক করা হয়৷ তাদের দেয়া তথ্য ও স্বীকরোক্তি অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়৷ গোয়েন্দা তথ্য ছিল রাতে চট্টগ্রাম থেকে উত্তরায় দুইজন জেএমবির সদস্য আসার কথা ছিল৷ তাদের আটকের উদ্দেশ্যেই এ অভিযান পরিচালিত করা হয়৷