শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » খেলা » প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা পেলো বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা পেলো বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল
ক্রীড়া প্রতিবেদক :: ১৮ সেপ্টেম্বর : ভিজুয়াল ইম্পিয়ার্ড ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলের উদ্দেগ্যে আয়োজিত ভারতের কোলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ” ত্রিবংঙ্গীয় মৈত্রী আনত্মর্জাতিক টি-২০ ব্লাইন্ড ক্রিকেট টূর্ণামেন্ট-২০১৫” তে যৌথ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে খেলা প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ বৃহস্পতিবার গণভবনে রাতে বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় ৷ তারাও অন্য সবার মত সমাজের সম্পদ ৷ প্রতিবন্ধীদের প্রতি আরো সংবেদনশীল হতে ও তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সুযোগ করে দিতে সবার প্রতি আহবান জানান ৷
সেই সাথে তিনি আরো বলেন, জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল বাইরে থেকে শিরোপা জিতে বাংলাদেশের নাম উজ্জল করেছে ৷ আশা করি তারা এমনিভাবে ভবিষ্যতে আরো শিরোপা জয় করে দেশের নাম উজ্জল করবে ৷ পাশাপাশি তিনি ব্লাইন্ড ক্রিকেটারদের অনুশীলনের জন্য মাঠের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন ৷ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান মাননীয় প্রদানমন্ত্রী শুভেচ্ছা উপহার সহ দলের প্রত্যেক খেলোয়াড়কে এক লক্ষ করে চেক প্রদান করেন ৷
গণভবনে বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ৷ আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি) এর ডিরেক্টর এডমিন ও নির্বাহী প্রধান সৈয়দ কামরুল ইসলাম, বিবিসিসি’র চেয়ারম্যান এম হারুনুর রশিদ বাবু, দলের টিম ম্যানেজার মোঃ তাইজউদ্দিন, দলীয় কোচ সানোয়ার আহমেদ ও অধিনায়ক মোঃ হাফিজুর রহমান বুলেট ৷
উল্লেখ্য, ভিজুয়াল ইম্পিয়ার্ড ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল এর উদ্দেগ্যে আয়োজিত ভারতের কোলকাতার ইডেন গার্ডেনে গত ১২ ও ১৩ জুন দুই দিন ব্যাপি ” ত্রিবংঙ্গীয় মৈত্রী আনত্মর্জাতিক টি-২০ ব্লাইন্ড ক্রিকেট টূর্ণামেন্ট-২০১৫” তে অংশ নেয় বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল, পশ্চিম বঙ্গের উত্তর ও দক্ষিণ বাংলা ব্লাইন্ড ক্রিকেট দল ৷ প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল ও দক্ষিণ বাংলা ক্রিকেট দল ৷