বুধবার ● ২৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথ থানা থেকে হাতকড়া নিয়ে রিমান্ডের আসামীর পলায়ন
বিশ্বনাথ থানা থেকে হাতকড়া নিয়ে রিমান্ডের আসামীর পলায়ন
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (৯ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৫০মিঃ) সিলেটের বিশ্বনাথ থানা থেকে ২৩ আগষ্ট মঙ্গলবার রাতে হাতকড়া’সহ ডাকাতি মামলার রিমান্ডের আসামী রুহুল আমীন ওরফে আল-আমীন (২০) ডাকাত পালিয়ে গেছে৷ সে সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার বাঘরেট ইছাগাঁও গ্রামের শফিউল আলম সুমন ওরফে উস্তার আলীর পুত্র৷ ডাকাত রম্নহুল আমীন পালিয়ে যাওয়ার ঘটনায় বুধবার সকালে বিশ্বনাথ থানার এসআই হাবিবুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেছেন৷ মামলা নং ২৬ (তাং ২৪/০৮/১৬ইং)৷
পুলিশ সূত্রে জানা গেছে, রুহুল আমীন সম্প্রতি একটি মামলায় শাহপরান থানায় গ্রেপ্তার হয়৷ এরপর বিশ্বনাথ থানায় দায়ের করার একটি ডাকাতি মামলায় (মামলা নং ২৯, তাং ২৭/০২/১৬ইং) জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার দেখানোর জন্য ৩ আগস্ট আদালতে রিমান্ডের আবেদন করে থানা পুলিশ৷ ১৪ আগস্ট আদালত রিমান্ডের আবেদন মঞ্জুর করে রুহুল আমীন ওরফে আল-আমীন’কে ৩ দিনের (২২ আগস্ট থেকে) রিমান্ড মঞ্জুর করেন৷ রিমান্ড চলাকালীন সময়ে জিজ্ঞাসাবাদকালে ২৩ আগস্ট রাত ৬.৩০-৭.৩৫ মিনিটের এক পর্যায়ে ডাকাত রুহুল আমীন হাতকড়াসহ পালিয়ে যায়৷ ওই সময় বিশ্বনাথ উপজেলা সদর এলাকা ছিল বিদ্যুত্ বিহীন৷ এছাড়া থানা পুলিশের সদস্যরা উপজেলার দুই গ্রামের মধ্যে বিরাজ করা চরম উত্তেজনা থামাতে ব্যস্থ ছিলেন বলেও জানা গেছে৷
হাতকড়া নিয়ে ডাকাত রুহুল আমীন পালিয়ে যাওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই বলেন, তাকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে৷