বুধবার ● ২৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » ভূমিকম্পে মায়ানমারে ৪ জন নিহত : ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৮টি বৌদ্ধমন্দির
ভূমিকম্পে মায়ানমারে ৪ জন নিহত : ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৮টি বৌদ্ধমন্দির
অনলাইন ডেস্ক :: শক্তিশালী ভূমিকম্পে মায়ানমারে অন্তত ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক ডজন মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৮টি বৌদ্ধমন্দির। এছাড়াও বেশ কিছু বাড়িঘর ও পুরনো ভবনও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে।
স্থানীয় ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। বুধবার বিকেল ৪টা ৩৪ মিনিট ৫৫ সেকেন্ডে উত্তর-মধ্য মায়ানমারের বন্দরনগরী (নদীবন্দর) চাউক থেকে ২৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮৪ কিলোমিটার গভীরে। ঢাকা থেকে এটির উৎপত্তিস্থলের দূরত্ব ৩৩২ কিলোমিটার।ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা। কেঁপে ওঠে ভারতের বিহার, আসাম, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়সহ উত্তর-পূর্বাঞ্চল; লাওস, চীন ও থাইল্যান্ডের ব্যাংককসহ সংলগ্ন অনেক অঞ্চল।
তৎক্ষণাৎ ঢাকা ছাড়াও বন্দরনগরী চট্টগ্রাম, রাঙামাটি,খাগড়াছড়ি,বান্দরবান,খুলনা, রাজশাহী, নেত্রকোনা, ফরিদপুর, ফেনী, সাতক্ষীরা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে । তবে দেশের কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাননি বলেও জানান তারা।
মায়ানমারের ত্রাণ ও পুনর্বাসন অধিদফতর জানায়, ভূমিকম্পে চাউকের বিভিন্ন এলাকা থেকে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এছাড়া, বেশ কিছু প্রসিদ্ধ বৌদ্ধমন্দিরসহ অনেক উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়। এরমধ্যে কিছু ধসেও পড়ে।