বৃহস্পতিবার ● ২৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » ধর্ম » বিশ্বনাথে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা
বিশ্বনাথে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মিঃ) ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ ২৫ আগষ্ট বৃহস্পতিবার সকালে উপজেলা জন্মাষ্টমী উদযান পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ৷ এতে উপজেলার বিভিন্ন অঞ্চলের ধর্মীয় সংগঠনগুলো অংশগ্রহন করে৷ প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী৷ তিনি বলেন, দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়ে ছিল৷ শ্রীকৃষ্ণ নিজের গুনাবলী দিয়ে দুষ্ট চক্রকে দমন করে বিশ্ব সংসারে শান্তি প্রতিষ্ঠা করে ছিলেন৷ শ্রীকৃষ্ণের জীবন পর্যালোচনা করে, তা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সবাইকে অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ বির্নিমানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে৷ তিনি আরোও বলেন, জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সবভাবে সকল ধর্মের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে৷ সম্প্রতি সময়ে রাগীব আলীর অবৈধ দখল থেকে তারাপুর চা বাগান’সহ দেবোত্তর সম্পত্তি উদ্ধারের একটি উত্কৃষ্ঠ উদাহরণ৷
উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি করুণা কান্ত দাশ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌরাঙ্গ মালাকারের সঞ্চালনায় সওজে ডাকবাংলা প্রাঙ্গনে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা পরবর্তি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, থানার ওসি (তদনত্ম) মাসুদুর রহমান মাসুদ, রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কানত্ম পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, সাধারণ সম্পাদক জয়নত্ম আচার্য্য৷
বক্তব্য রাখেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্ঠা রনজিত গোস্বামী, সিনিয়র সহ সভাপতি শংকর দাশ শংকু, যুগ্ম সম্পাদক কানু রঞ্জন দেব, নন্দ লাল বৈদ্য, কাজল মালাকার, সহ সাংগঠনিক সম্পাদক বিজন চন্দ্র দাশ৷ সভার শুরতে গীতা পাঠ করেন তপন দেব রায়৷ মঙ্গল শোভাযাত্রা পূর্ব আলোচনা সভায় বিভিন্ন সংগঠনের পৰে বক্তব্য রাখেন রমা কানত্ম দে, সবিনয় মালাকার, নির্মল সরকার, ডাঃ বিভাংশু গুন বিভু, নকুল বর্ধন, অজিত দেব, রবি পাল, বিজন দাশ, শীতল বৈদ্য, সমীর দে, সঞ্জিত দাশ সঞ্জু৷
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি রম্নপক কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক নিখিল পাল, সাবেক আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন, সাবেক বন ও পরিবেশ রম্ননু কানত্ম দে, দেওকলস ইউপি’র চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম জুয়েল, খাজাঞ্চী ইউপি’র সাবেক চেয়ার্যান পদপ্রার্থী শংকর চন্দ্র ধর, সাবেক ইউপি সদস্য জ্যোতির্ময় দে মতি মেম্বার, বিমল চন্দ্র দাশ, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, আবুল হোসেন, মিজানুর রহমান, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্ঠা সুব্রত শর্মা, করম্নণা ময় চক্রবর্তী, অমৃত লাল দাশ, সহ সভাপতি জয়নত্ম কুমার দাশ, সঞ্জিত দেব পান্না, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত্ দেব রিপন, সহ সাংগঠনিক সম্পাদক শংকর বিহারী দাশ, শুভরাজ চন্দ, অর্থ সম্পাদক নেপাল দেব, সহ অর্থ সম্পাদক রঞ্জু মালাকার, প্রচার সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সহ প্রচার সম্পাদক স্বপন আচার্য্য, অজিব দেব, সুমন বৈদ্য, নিবারণ দাশ, অকিল বৈদ্য, সহ দপ্তর সম্পাদক পাপ্পু দেব, আপ্যায়ন সম্পাদক দিলিপ দাশ, নগেশ সরকার, সদস্য করম্নণা বৈদ্য, সজল মালাকার, নিত্যানন্দ দাশ, পরিমল দাশ, রনধির দে পানু, নিলু ধর, সুব্রত দে সুমন, দিবস দে, সুবিনয় তালুকদার, বাদল দেব, দিপন আচার্য্য, প্রসেন দাশ তালুকদার, গোবিন্দ মালাকার, বিদু দেবনাথ, শংকর পাল, বানু রঞ্জন দে, দিনেশ দে, অসিম কুমার পাল, বিভাষ ধর রাম, স্বপন পাল, সুজিত পাল, শিপন মালাকার, সঞ্জয় বৈদ্য, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দে, মহানগর যুবলীগ নেতা শেখ কবিরম্নল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বদরম্নল আলম, যুবলীগ নেতা সঞ্জিত আচার্য্য, দবির মিয়া, রাসেল আহমদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ৷