বৃহস্পতিবার ● ২৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » ধর্ম » নবীগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী পালন
নবীগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী পালন
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী উত্সব জাকজমকভাবে পালন করা হচ্ছে ৷ অনুষ্টানটি সুন্দর ও সুষ্টভাবে পালনের জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন ২৫ আগষ্ট বৃহস্পতিবার ও ২৬ আগষ্ট শুক্রবার ২ দিনব্যাপী অনুষ্টানের আয়োজন করছে ৷ এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ অন্যান্য সংগঠনের উদ্যোগেও শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী পালনের আয়োজন করা হয়েছে৷ অনুষ্টান মালার মধ্যে রয়েছে স্থানীয় গোবিন্দ জিউদ আখড়া থেকে সকল সংগঠনের সমন্বয়ে সকাল ৯ টায় শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ এক বর্নাঢ্য শুভাযাত্রার মাধ্যমে বাজারের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিন,আলোচনা ও জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়৷ অনুষ্টানমালায় উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা পলিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী,উপজেলা সহকারী কমিশনার ভুমি জিতেন্দ্র চন্দ্র নাথ,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্য,নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী,নবীগঞ্জ থানা অফিসারা ইনচার্জ মোহাম্মদ আব্দুল বাতেন খাঁন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেরা রামকৃষ্ণ সেবা সংঘের সভাপতি অশোক তরু দাস, গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় কর, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়, কালীপদ ভট্টাচার্য্য,উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল,জন্মাষ্টমী উদযাপন উপ কমিটির আহবায়ক প্রমথ চক্রবতর্ী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র কুমার পাল রবি, দপ্তর সম্পাদক বিধান ধর, পৌরসভার প্যানেল মেয়র আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবুল দাশ ,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, অর্থ সম্পাদক শিক্ষক প্রজেশ রায় নিতন,ইসকন মন্দিরের সভাপতি জ্যোতিষ দাশাধিকারী, সাধারন সম্পাদক শ্যাম মধাব দাস সজল, ইসকন প্রচারক বিকাশ দাসাধিকারী,পৌরসভা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক বিপুল দেব,গৌরমনি সরকার,অরবিন্দু রায়,সাধারন সম্পাদক প্রানেশ চন্দ্র দেব,সাংগঠনিক সম্পাদক শিক্ষক সজল কুমার দাশ,শিলাপদ দাশ,সুশীতল রায়,রঙ্গলাল রায়, নিকুঞ্জ পাল নিখিল,পবিত্র বনিক, অঞ্জন পুরকায়াস্থ, মৃদুল কান্তি রায়,সাধন দাশ,শংকর দেব, রঞ্জিত চক্রবতর্ী নান্টু, অমলেন্দু সুত্রধর,নীরেন্দ্র দেব,ভানু লাল দাশ,পার্থ পাল, হিমাদ্রী দেব মিঠু,পিযুষ দাশ,পিন্টু রায়,গুরুপদ দাশ ময়না,সুবিনয় দাশ,পৃথি্বশ চক্রবতর্ী, মঞ্জু চন্দ্র দাশ, সুধীন দাশ, রত্নদীপ দাশ,বাবলু দাশ,পান্ডব দেব,সিতু বিশ্বাস,বিপুল দাশ,অনন্ত দাশ,শাওন,পিংকুসহ অণ্যান্য ধমর্ীয় সংগঠনের নেতৃবৃন্দ৷
তিমিরপুর ইসকন মন্দিরে আজ শুক্রবার রয়েছে মঙ্গল আরতি, শ্রীমদ ভাগবত পাঠ,আলোচনাসভা,কুইজ প্রতিযোগীতা,সাংস্কৃতিক অনুষ্টান ও প্রসাদ বিতরন৷