শুক্রবার ● ২৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » জাতীয় » মাদার তেরেসা বেঁচে আছেন বাঙালির হৃদয়ে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মাদার তেরেসা বেঁচে আছেন বাঙালির হৃদয়ে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ঢাকা প্রতিনিধি :: (১১ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সকাল ১১.২১মিঃ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি বলেছেন, মাদার তেরেসা বেঁচে আছেন বাঙালির হৃদয়ে। ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত মুক্তিযোদ্ধা ক্যাম্পে এবং ভারতের বিভিন্ন আশ্রয় শিবিরে মাদার তেরেসার সাহায্য-সহযোগিতা এবং বিশ্ব জনমত গঠনে তাঁর ভূমিকা বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে। স্বাধীনতাত্তোর বাংলাদেশে ১৯৭২ সালে বিপুল সংখ্যক বীরাঙ্গণা ও পাক হানাদার বাহিনীর কাছে নির্যাতীতাদের সাহায্য-সহযোগিতায় মাদার তেরেসা এগিয়ে এসেছিলেন। মহান মুক্তিযুদ্ধে মাদার তেরেসার অসামান্য অবদান বাঙালির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
২৫ আগষ্ট বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স লাউঞ্জে মাদার তেরেসার ১০৬তম জন্মদিবস উপলক্ষে গণবন্ধু সামাজিক সংস্থা বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত ‘আমাদের মুক্তিযুদ্ধে মাদার তেরেসার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক তথ্য সৈয়দ মার্গুব মোর্শেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল, বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ ও চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র।
লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মে। মাদার তেরেসা মানবতার কল্যাণে কাজের মাধ্যমে বেঁচে থাকবেন চিরকাল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির আজন্ম লালিত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বেঁচে আছেন। বঙ্গবন্ধুর মৃত্যু নেই তিনি মৃত্যুঞ্জয়ী। বঙ্গবন্ধু ও মাদার তেরেসা বর্তমানেও মানবতার কল্যাণে কাজ করার প্রেরণা যোগাচ্ছে। মানুষের কল্যাণে কাজ করাই মূলতঃ মানুষের জন্মের স্বার্থকতা। তিনি সকলকে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের সহায়তায় কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়।