শুক্রবার ● ২৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » পাবনা » সাঁথিয়ায় বিদ্যুত্ স্পর্শে ১ শিশু নিহত, আহত ৪
সাঁথিয়ায় বিদ্যুত্ স্পর্শে ১ শিশু নিহত, আহত ৪
সাঁথিয়া প্রতিনিধি :: (১১ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৪মিঃ) ২৬ আগষ্ট শুক্রবার পাবনার সাঁথিয়ায় বিদ্যুতায়িত হয়ে ইমরান (২) নামে এক নিহত ও ৪জন আহত হয়েছে ৷ নিহত শিশু উপজেলার ছেঁচানিয়া গ্রামের ইয়াছিনের ছেলে৷
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ঝড়-বৃষ্টি হলে সাঁথিয়া পৌরসভাধীন কারিগর পাড়া ইমরানের নানা কালাম কাজীর বাড়িতে বিদ্যুতের তার ছিড়ে টিনের ঘরের উপর পড়ে থাকে৷ ঘটনার দিন সকাল সারে ৯টার দিকে বিদ্যুত আসলে ঘরটি বিদ্যুতায়িত হয়ে যায়৷ এ সময় ঘড় থেকে তাড়াহুরা করে বের হতে যেয়ে শিশুটি ঘরের টিনের বেড়ার সাথে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়৷ এ সময় তাকে উদ্ধার করতে যেয়ে তার মা খুকু মনি (২৫), নানি কল্পনা খাতুন (৬০), মামা হেসেন আলী (৩০) ও মামি সাবিনা খাতুন (২৫) আহত হলে তাদেরকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷ গুরুতর আহত নানির অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ এ ব্যাপারে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷