শুক্রবার ● ২৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » জাতীয় » নানা আয়োজনে গাজীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত
নানা আয়োজনে গাজীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৯মিঃ) গাজীপুরে নানা আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে৷
এ উপলক্ষ্যে শোভাযাত্রা, গীতাযজ্ঞ, পূজাঅর্চনা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও তারকব্রহ্ম নামযজ্ঞ অনুষ্ঠিত হয়৷ মন্দির ছাড়াও ঘরে ঘরে ভক্তরা উপবাস থেকে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা করেন৷
২৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে গাজীপুর জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির যৌথ উদ্যোগে জেলা শহর জয়দেবপুরের ইন্দ্রেশ্বর শিব মন্দির হতে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী বের হয়৷ র্যলীটি বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়৷ পরে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়৷ র্যালীতে সনাতন ধর্মের নারী পুরুষ ও শিশুরা ব্যানার, ফেষ্টুন, প্ল্যাকার্ড, বাদ্যযন্ত্র এবং রং বেরঙের জামা কাপড় পরে অংশগ্রহণ করেন৷
এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে গাজীপুর আইনজীবি সমিতির সাবেক সভাপতি আওয়ামীলীগ নেতা এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনীন্দ্র চন্দ্র মন্ডল, গাজীপুর মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি মানিক চন্দ্র দে, সহ-সভাপতি নারায়ন কুমার দাস ও সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সাহা, শান্তি গোপাল সাহা, সুভাষ সাহা, শ্যামল সাহা, রুহি দাস সাহা ও মানিক দাস সহ প্রমূখ বক্তব্য রাখেন৷
অন্যদিকে শ্রীপুরসহ বিভিন্ন অঞ্চলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে৷ বৃহষ্পতিবার বেলা ১২টায় শ্রীপুর উপজেলা শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির থেকে একটি র্যালী বের হয়৷ র্যালীটি শ্রীপুর পৌর শহর প্রদক্ষিণশেষে শ্রীপুর উপজেলা শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দিরে এসে শেষ হয়৷ এতে বরমী বাজার শ্রী লক্ষী নারায়ণ মন্দিরের পূণ্যার্থীরাও অংশগ্রহণ করেন৷
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল র্যালীর নেতৃত্ব দেন৷ এসময় র্যালীতে ছিলেন শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, শ্রীপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ভোলানাথ সাহা, অধ্যাপক ভজন চন্দ্র পাল, শ্রীপুর উপজেলা শ্রী শ্রী সার্বজনীন দুর্গোত্সবের সভাপতি কৃষ্ণা লাল চৌহান, শ্রী তপন কুমার বণিক, সাংবাদিক শাহাদাত হোসেন সাদেক, সাংবাদিক নজরুল ইসলাম শেখ প্রমূখ৷
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে কালিয়াকৈর মন্দিরের সামনে সভায় সভাপতিত্ব করেন প্রণব সরকার৷ বক্তব্য রাখেন পৌরমেয়র মজিবুর রহমান প্রমুখ৷
এছাড়াও শ্রীকৃষ্ণের শুভ জন্মাদিন উপলক্ষে কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে৷
উল্লেখ্য, হিন্দু ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি৷ সনাতন ধর্মাবলম্বী ভক্তরা বিশ্বাস করেন, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন৷ ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন৷