শনিবার ● ২৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদে দায়িত্ব হস্তান্তর
পানছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদে দায়িত্ব হস্তান্তর
পানছড়ি প্রতিনিধি :: (১২ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১০মিঃ)
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ৫নং উল্টাছড়ি ইউনিয়ন পরিষদ এর অস্থায়ী কার্যালয়ে ২৭ আগষ্ট সকাল সাড়ে ১০ টায় উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, মহিলা সদস্যা ও সদস্যদের নিকট ক্ষমতা হস্তান্তর অনুষ্টান আয়োজন করা হয়৷ ৫নং উল্টাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত চাকমার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের সচিব আর্জেন্ট চাকমা ৷
অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুর জব্বার।
এসময় নব নির্বাচিত চেয়ারম্যান বিজয় চাকমা, নব নির্বাচিত সদস্যা-সদস্য ও বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন৷ নব নির্বাচিত চেয়ারম্যান বিজয় চাকমা বলেন যে, আমি আপনাদের ভোটের মাধ্যমে চেয়ারম্যান হয়েছি যাতে এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারি৷ তার জন্য এলাকার সকলের সহযোগীতা প্রয়োজন৷ যাতে সকলের পাশে থেকে কাজ করতে পারি তাই আমার জন্য আশীর্বাদ করবেন৷ প্রধান অথিতি আব্দুর জব্বার বলেন, জনপ্রতিনিধিরা যাতে এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারে তার জন্য মঙ্গল কামনা করি এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি ৷ সভার সভাপতি সমাপণী বক্তব্যে বলেন, গত ৫ বছর পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে অনেকের সাথে যদি মন মালিন্য হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার চোখে দেখবেন এবং আপনাদের পাশে সুখে দুঃখে সারা জীবন থাকবো৷