শনিবার ● ২৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পালিয়ে যাওয়া রিমান্ডের আসামি ফের গ্রেফতার
পালিয়ে যাওয়া রিমান্ডের আসামি ফের গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ থানা থেকে হাতকড়া’সহ ডাকাতি মামলার রিমান্ডের আসামি রুহুল আমিন পালিয়ে যাওয়ার পর ফের গ্রেফতার করেছে পুলিশ৷ সে সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার বাঘরেট ইছাগাঁও গ্রামের শফিউল আলম সুমনের ছেলে৷ ২৬ আগষ্ট শুক্রবার রাতে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার লক্ষীপুর এলাকার একটি হাওর থেকে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়৷
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার ওসি আবদুল হাই বলেন, বিশ্বনাথ থানার এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে থানা থেকে পালিয়ে যাওয়া রিমান্ডের আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়৷ ২৭ আগষ্ট শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তিনি জানান৷
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে থানার এএসআই কক্ষ থেকে পুলিশের চোখ ফাকি দিয়ে রিমান্ডে থাকা ডাকাতি মামলার আসামি রুহুল আমিন পালিয়ে যায়৷ পরদিন বুধবার সকালে বিশ্বনাথ থানার এসআই হাবিবুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেছেন৷ মামলা নং ২৬৷ থানা থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় থানার তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়৷