শনিবার ● ২৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কারাগারে বন্দিদের হাতকে কর্মীর হাতে রুপান্তরিত করতে হবে: কারা মহা পরিদর্শক
কারাগারে বন্দিদের হাতকে কর্মীর হাতে রুপান্তরিত করতে হবে: কারা মহা পরিদর্শক
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১২ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৬মিঃ) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেছেন, সারাদেশে ৭৫ হাজার বন্দি রয়েছেন৷ এর মধ্যে ২৫ হাজার বন্দি সাজাপ্রাপ্ত৷ তাদের নিয়ে ছোট বড় ইন্ডাস্ট্রি পরিচালনা করা সম্ভব৷ বন্দিদের হাতকে কর্মীর হাতে রুপান্তরিত করতে হবে৷ কারাগার নিরাপত্তা আধুনিকায়ন কর্মসুচির আওতায় ৩২ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে৷ প্রাথমিক ভাবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল কারাগার গুলোকে জ্যামার, লাগেজ স্কেনার, বডি স্কেনার ও সিসি টিভির আওতাভুক্ত করা হবে৷
তিনি ২৭ আগস্ট শনিবার দুপুরে গাজীপুর জেলা কারাগারে কারা বন্দিদের গার্মেন্টস প্রশিক্ষণ কেন্দ্র, নবনির্মিত কেইস টেবিল ভবন, গভীর নলকূপ এবং পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷
এ উপলক্ষে কারাগার প্রাঙ্গণে জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং দ্যা অ্যাপারেল নিউজের সম্পাদক ও প্রকাশক অমিত কে বিশ্বাস৷
অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর জেলা কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ, গাজীপুর আদালতের পিপি এডভোকেট হারিছ উদ্দিন আহমদ, জেলার ফোরকান উদ্দিন প্রমূখ৷
উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আলী হায়দার খান, গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান, আওয়ামীলীগ নেতা আমানত হোসেন খান, কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ প্রমুখ৷
কারা মহা পরিদর্শক আরো বলেন, কারাগারে বন্দিরা সাজা শেষে সমাজে ফিরে যাবে৷ তাই এর আগেই তাদেরকে প্রশিক্ষিত করে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে৷ তারা সামাজিক জীবনে ফিরে গিয়ে যাতে স্বাভাবিক জীবনে নিজেকে নিয়োগ করতে পারে সেজন্যই প্রশিক্ষণের এ ব্যবস্থা৷
এ ছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগার -২ এ বন্দিদের জন্য প্রশিক্ষণ পুনর্বাসন স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে৷ এ প্রশিক্ষণে যেসব বন্দি প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরকে বাইরের কারিগরি প্রতিষ্ঠানের সনদ দেওয়া হচ্ছে৷ কারণ তাদের মাধ্যমেই বন্দিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷
গাজীপুর জেলা কারাগারে বন্দিদের জন্য ২১টি মেশিন, চারটি কেইস টেবিলসহ প্রশিক্ষণের নানা উপকরণ দেওয়া হয়েছে৷ দ্যা অ্যাপারেল নিউজের সহায়তায় জেলা কারাগার বাস্তবায়ন করেছে৷