রবিবার ● ২৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » লামায় পরিবেশ বান্ধব কেঁচো সার উত্পাদনে সফল কৃষাণীকে আর্থিক অনুদান প্রদান
লামায় পরিবেশ বান্ধব কেঁচো সার উত্পাদনে সফল কৃষাণীকে আর্থিক অনুদান প্রদান
মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :: (১৩ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মিঃ) বান্দরবানের লামা উপজেলায় পরীৰামূলক পরিবেশ বান্ধব কেঁচো সার উত্পাদনে সফল হওয়ায় এক কৃষাণীকে পাঁচ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে বেসরকারী সংস্থা ‘আশা’৷ ২৮ আগষ্ট রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে সংস্থার লামা বাজারস্থ কার্যালয়ে কক্সবাজার জেলার ডুলহাজারা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. ইয়াকুব আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ধুপ্রুঝিরির বাসিন্দা মোহাম্মদ হোসেনের স্ত্রী সফল কৃষাণী মরিয়ম বেগমের হাতে এ অনুদানের টাকা তুলে দেন৷ এ সময় উপজেলা ব্র্যাঞ্চ ম্যানেজার টিটন চৌধুরী, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আবু তাহের গণমাধ্যম কর্মীসহ সংস্থার ঋণ কর্মকর্তা এম. আলী মোরশেদ, মকছুদ আহমদ, মো. শাহ জাহান ও শাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন৷
সফল কৃষাণী মরিয়ম বেগম এ প্রতিবেদককে বলেন, গত ছয় মাস আগে ‘আশা’ থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে কেঁচো সার উত্পাদন ও চার কানি জমিতে সবজি চাষ শুরু করি৷ সংস্থার কর্মকর্তা কর্মচারীদের তত্বাবধানে গত ছয় মাসে ৬শ কেজি কেঁচো সার উত্পাদন করতে পেরেছি৷ এসব সার আবার সবজি ক্ষেতে ব্যবহার করেছি৷ এতে আমার প্রায় ২০ হাজার টাকা সাশ্রয় হয়েছে৷ এছাড়া প্রতি কেজি ৩০টাকা হারে ৬০ কেজি সার পাশের এক সবজি চাষীকে বিক্রি করেছি৷ আমার দেখা দেখি এখন অনেকেই এ সার উত্পাদনে আগ্রহী হয়ে উঠছে বলে জানান তিনি৷ সংস্থার লামা ব্রাঞ্চ ম্যানেজার টিটন চৌধুরী বলেন, উপকারভোগী কৃষাণী মরিয়ম বেগমকে পরীক্ষামূলকভাবে কেঁচো সার উত্পাদন ও সবজি চাষের জন্য ৫০ হাজার টাকা ঋণ দেয়া হয়৷ তিনি ঋণের টাকা যথাযথ ব্যবহার ও কেঁচো সার উত্পাদনে সফল হওয়ায় সংস্থার পক্ষ থেকে তাকে অনুদান প্রদান করা হয়েছে৷