সোমবার ● ২৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » বিজ্ঞানের উন্নতি নয় মানুষের মনের উন্নতি না হলে সাহিত্য চর্চা হবে না
বিজ্ঞানের উন্নতি নয় মানুষের মনের উন্নতি না হলে সাহিত্য চর্চা হবে না
আমির হামজা,রাউজান প্রতিনিধি :: (১৪ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ১০.১৬মি:) কবি নজরুল তাঁর সৃষ্টি ও কর্মের মধ্য দিয়ে বাঙ্গালী জাতিকে পদ দেখাবে। সাহিত্য সাধনায় তরুণ প্রজন্ম কে আত্মনিয়োগ করতে হবে। নজরুলের চেতনাকে বুকে লালন করে দেশকে এগিয়ে নিতে হবে।বিজ্ঞানের উন্নতি নয় মানুষের মনের উন্নতি না হলে সাহিত্য চর্চা হবে না, রাউজানে কবি নজরুল সাহিত্য পরিষদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০ তম প্রয়ান দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ২৯ আগষ্ট সোমবার নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় রাউজান কবি নজরুল সাহিত্য পরিষদের সভাপতি এস.এম. জাহাঙ্গীর আলম সুমনের সভাপতিত্বে ও সহ-সভাপতি কামরুল ইসলাম বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কফিল উদ্দীন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন- কলামিস্ট, সাহিত্যিক, প্রাবন্ধিক অধ্যাপক মাসুম চৌধুরী। আলোচক ছিলেন চট্টগ্রাম ইতিহাস র্চ্চা কেন্দ্রের সভাপতি সোহেল মোঃ ফখরদ্দীন, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ছৈয়দ উদ্দীন আহম্মদ, সাংবাদিক মীর মোহাম্মদ আসলাম, লেখক স.ম জাফর উল্লাহ, রাউজান উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর সিকদার, ব্যাংকার মফজল হোসেন তালুকদার, প্রকৌশলী পলাশ বড়ুয়া, পরিষদের সহ-সভাপতি নুরুল আবছার, অর্থ সম্পাদক প্রকৌশলী আজিম উদ্দীন সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস.এম মুজিব, শিক্ষা বিষয়ক সম্পাদক আমির হামজা, মোঃ জুবায়ের, মহিলা সম্পাদিকা খুকি আকতার, তানিয়া আকতার, আদনান প্রমুখ।
নজরুলে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাউজান কবি নজরুল সাহিত্য পরিষদ, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় সাংস্কৃতি সংগঠন বিহঙ্গ, রক্তদাতা সংগঠন রেসকোর্স এর নেতৃবৃন্দ।