মঙ্গলবার ● ৩০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নোবিপ্রবিতে জাতির জনকের স্মরণে শোকসভা
নোবিপ্রবিতে জাতির জনকের স্মরণে শোকসভা
নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক শোকসভা আজ ২৯ আগস্ট সোমবার বিকেলে হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি কৃষি বিভাগ ওই সভার আয়োজন করে। বিভাগের চেয়ারম্যান ড. আতিকুর রহমান ভুঁঞার
সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য
প্রফেসর ড. এম অহিদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড.
আবুল হোসেন ও শিক্ষক সমিতির সভাপতি মেহেদি মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, বঙ্গবন্ধু কৃষি ও কৃষকদের হৃদয়
দিয়ে ভালবাসতেন। তিনিই এদেশের খেটে খাওয়া কৃষকদের চাকরিতে প্রথম শ্রেণীর
মর্যাদা দিয়েছেন। আজ তারই তনয়া দেশরত্ন শেখা হাসিনার নেতৃত্বে সমগ্র
দেশজুড়ে কৃষি বিপ্লব চলছে। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
এসময় তিনি অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অধ্যায়নের মাধ্যমে কৃষক ও এদেশের আপামর মেহনতি মানুষে হয়ে কাজ
করার পরামর্শ দেন।
শেষে ৭৫ এর ১৫ আগস্ট নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাব্ন্দৃ উপস্থিত ছিলেন।