মঙ্গলবার ● ৩০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা ইউনিয়নেও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা প্রয়োজন: ইউএনও মাটিরাঙ্গা
মাটিরাঙ্গা ইউনিয়নেও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা প্রয়োজন: ইউএনও মাটিরাঙ্গা
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১৫ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মিঃ) প্রতিটি ইউপির ন্যায় মাটিরাঙ্গা ইউনিয়নেও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম মশিউর রহমান বলেন,বিগত পরিষদ এর জনপ্রতিনিধিবৃন্দের অভিজ্ঞতাকে নব নির্বাচিতরা সঠিকভাবে কাজে লাগিয়ে অপেক্ষাকৃত দূর্গম ইউনিয়ন মাটিরাঙ্গার উন্নয়ন করতে পারেন৷ তিনি জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠন ও ভীষণ ২০২১ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে পারফর্মেন্স রক্ষায় সজাগ থাকার আহবান জানান জনপ্রতিনিধিদের৷ মানুষ এখন আগের মতো নেই অনেক সচেতন ও সবকিছুর খোজ রাখে,সে জন্যে একই প্রকল্প ভিন্ননামে বার বার বরাদ্ধ দেয়া যাবেনা উল্লেখ করে পাহাড়ের দূগর্মতাকে জয় করতে পরিষদ ও রাজনৈতিক নেতৃবৃন্দকে একসাথে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে বলেও জানান৷
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন৷
৩০ আগষ্ট মঙ্গল বার ১টার দিকে জাকজমক আয়োজনের মধ্যদিয়ে মাটিরাঙ্গা জল পাহাড়ে নির্বাচিত দ্বিতীয় পরিষদের চেয়ারম্যান হিরণ জয় ত্রিপুরা’র নেতৃত্বে ইউএনও মাটিরাঙ্গার হাত থেকে দায়িত্বভার গ্রহণ করে নতুন পরিষদ৷
নব নর্বিাচিত মেম্বার অমৃত ত্রিপুরা ও মলেন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গার পৌর মেয়র ও উপজেলা আ:লীগ সভাপতি মো: শামছুল হক,সহকারী কমিশনার (ভুমি) রায়হানুল হারুন ,উপজেলা আওয়ামীলীগ সা: সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পুলিশ পরিদর্শক মো: শাহাদত হোসেন টিটু,উপজেলা এলজিইডি কর্মকর্তা মো: আনোয়ারুল হক বক্তব্য রাখেন৷
এ সময় উপজেলার বিভিন্ন বিভাগে কর্মকর্তা ও হেডম্যান,কার্বারী,গন্যমান্য ব্যক্তিবর্গ,সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন৷