মঙ্গলবার ● ৩০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পুরোহিতকে লাঞ্ছিতের অভিযোগে যুবক আটক
গাজীপুরে পুরোহিতকে লাঞ্ছিতের অভিযোগে যুবক আটক
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গী বাজার কালি মন্দিরে হামলা ও পুরোহিতকে লাঞ্ছিতের অভিযোগে মোবারক (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে পূজারিরা৷
২৯ আগস্ট সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার টঙ্গী বাজার কালিমন্দিরে এ ঘটনা ঘটে৷ আটক মোবারক মানিকগঞ্জের ঘিওর থানার সাহাপাড়া এলাকার আব্দুল্লাহর ছেলে৷ সে টঙ্গীর বৌবাজার এলাকায় বসবাস করে৷
পুরোহিত অনিল কুমার ভৌমিক জানান, কালিমন্দিরে জিকির করতে করতে প্রবেশ করে ৫-৬ জনের একদল যুবক৷ তারা মন্দিরে পূজার পরিবর্তে নামাজ পড়ার আহ্বান জানায়৷ এক পর্যায়ে তারা প্রতিমা নিয়ে টানাটানি করে৷ পুরোহিত প্রতিমা টানাটানিতে তাদেরকে বাধা দিলে যুবকরা তাকেও লাঞ্ছিত করে৷ পরে পুরোহিতের চিত্কারে আশপাশের লোকজন গিয়ে মোবারক নামে এক যুবককে আটক করে৷ তার সঙ্গে থাকা অন্য যুবকরা পালিয়ে যায় বলেও জানান তিনি৷
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিক হোসেন জানান, আটক যুবকের কথা-বার্তা অসংলগ্ন৷ তার ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে৷ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে৷
টঙ্গী থানার ওসি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে পুরোহিত মন্দিরে প্রার্থনা করতে গেলে এক যুবক তাকে বাধা দিয়ে শরীরিকভাবে লাঞ্ছিত করে৷
পরে এলাকাবাসী তাকে ধরে পুলিশে দেয়৷ আটক যুবক অপ্রকৃতিস্থ৷ তিনি নিজের নাম কখনও মোবারক হোসেন কখনও সঞ্জয় বলে জানাচ্ছেন৷