বুধবার ● ৩১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » কল্যাণমুখী প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে : লে.কর্নেল আতিকুল হক
কল্যাণমুখী প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে : লে.কর্নেল আতিকুল হক
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি :: (১৬ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৩মিঃ) পার্বত্য খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার ৪নং গোমতি ইউনিয়ন পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগন অনুষ্ঠানিকভাবে পরিষদের দায়িত্বভার গ্রহণ করেছেন৷ ৩১ আগষ্ট বুধবার বেলা দেড়টার দিকে গোমতি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নব-নির্বাচিত চেয়ারম্যান মো: ফারুক হোসেন লিটন দায়িত্বভার গ্রহণ করেন৷
গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মনছুর আলী’র সভাপতিত্বে দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো: আতিকুল হক চৌধুরী,পিএসসি ৷ মাটিরাঙ্গার ইউএনও বিএম মশিউর রহমান, সহকারী কমশিনার (ভুমি) মো: রায়হানুল হারুন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে বরণ করে নেয়া হয় নব-নির্বাচিত চেয়ারম্যান মো: ফারুক হোসেন লিটন ও পরিষদের নব-নির্বাচিত সদস্য-সদস্যাদের৷ এ সময় সদ্য দায়িত্বপ্রাপ্ত গোমতি ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন লিটন নতুন পরিষদের দায়িত্ব পালনে নির্বাচিত মেম্বারগনসহ সকল জনগনের সহযোগিতা কামনা করেন৷
প্রধান অতিথির বক্তব্যে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: আতিকুল হক চৌধুরী বলেন, নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে স্বোচ্ছার থেকে জনকল্যাণমুলক প্রকল্প গ্রহনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাজ করার আহবান জানান৷ তিনি জনগণের কল্যাণমুখী প্রকল্প গ্রহন ও শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করার পরিষদকে আহবান জানান। দুইভাগে বিভক্ত রয়েছে গোমতি ইউপির মানুষ উল্লেখ করে তিনি, নব নির্বাচিত জনপ্রতিনিধিগন সদ্য দায়িত্বপ্রাপ্ত পরিষদকে গতিশীল করতে উভয় দিকের জনগণনের সম্পৃক্ততা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন৷ এ সময় তিনি বলেন, অবাধ ও সুষ্ঠ নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে পলাশপুর বিজিবি নিরপেক্ষভাবে কাজ করেছে বলেই নির্বাচনকালিন সময়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷
বিশেষ অতিথি মাটিরাঙ্গার ইউএনও বিএম মশিউর রহমান,বাল্য বিবাহ মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মো: এনামুল হক আলীম, গোমতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: মনির হোসেন বক্তব্য রাখেন৷
পরে গোমতি ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান মো: মুনছুর আলী’র হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন নব- নির্বাচিত চেয়ারম্যান মো: ফারুক হোসেন লিটন৷