শুক্রবার ● ২ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » প্রাণভিক্ষার ব্যাপারে মীর কাসেমকে আবারো জিজ্ঞাসা করা হবে : কারা মহাপরিদর্শক
প্রাণভিক্ষার ব্যাপারে মীর কাসেমকে আবারো জিজ্ঞাসা করা হবে : কারা মহাপরিদর্শক
গাজিপুর প্রতিনিধি :: কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেছেন, বুধবার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে রায় পড়ে শুনানো হয়েছে। তার আত্মীয়-স্বজন দেখা করে গিয়েছেন। তিনি আমাদের কাছে কিছুটা সময় চেয়েছেন তার মতামত জানানোর জন্য। বৃহস্পতিবার সকালে তাকে ফের জিজ্ঞাসা করলে বুঝতে পারবো তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন।
৩১ আগস্ট বুধবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে কারা ফটকের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় অন্যানের মধ্যে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ মিজানুর রহমান, কারগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা, কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক, জেলার নাশির আহমেদ প্রমুখ।
কারা মহাপরিদর্শক বলেন, যেহেতু মীর কাসেম সাহেব এই কারাগারে আছেন। এখানকার নিরাপত্তা ব্যবস্থাটা দেখার জন্যই কারাগারে আসা। এখানকার লাইটিং থেকে শুরু করে সব কিছুই পর্যাপ্ত আছে কি না তাও দেখতে এসেছি। কারা মহাপরিদর্শক আরো বলেন, স্বাভাবিকভাবে মার্সি পিটিশনের করার জন্য কিছু যৌক্তিক সময় ওনাকে দিতে হবে। স্বাভাবিকভাবে একজন লোক সহসা মন্তব্য করতে পারেন না। বৃহস্পতিবার সকালে তাকে জিজ্ঞাসা করবো। জিজ্ঞাসা করলে ওনার অবস্থাটা বুঝতে পারবো।