রবিবার ● ৪ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার
আলীকদমে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার
আলীকদম প্রতিনিধি :: (২০ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৩১মিঃ) পার্বত্য বান্দরবানের আলীকদমে সেনা অভিযানে দুটি এসবিবিএল বন্দুকসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। শনিবার ২ সেপ্টেম্বর রাত ১০ টা ৩০ মিনিটে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে আলীকদম সেনা জোনের উপ অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে অপারেশন পরিচালনা করে রাত এগারটায় এসব অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে নগদ টাকা, চশমা, জলপাই রঙ্গের ইউনিফর্ম ও রাবারের তৈরি গুলতি ছাড়াও নিত্য ব্যবহার্য জিনিস পত্র। সেনাবাহিনী সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে ৪/৫ জনের একটি পাহাড়ি সন্তাসী গ্রুপ আলীকদম সেনানিবাস হইতে আনুমানিক ৭ কিলোমিটার দুরে আমতলী মুরু পাড়ার কাছাকাছি অবস্থান নেয়। কিন্তু অপারেশনের বিষয়টি জানতে পেরে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের নিত্য ব্যবহার্য জিনিস পত্র ও অস্ত্র পার্শ্ববর্তী জঙ্গলে ফেলে যায়।
পরে সেনাবাহিনী এসব অস্ত্র-সরঞ্জাম আলীকদম থানায় হস্তান্তর করে।