রবিবার ● ৪ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ঠিকাদার হত্যার দায়ে ৫ জনের ফাঁসি
গাজীপুরে ঠিকাদার হত্যার দায়ে ৫ জনের ফাঁসি
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.১০মিঃ) গাজীপুরে আবু সাঈদ নামে এক ঠিকাদারকে হত্যার দায়ে পাঁচজনকে ফাঁসি এবং অপর একজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত৷
একই সঙ্গে রায়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়৷ এদের মধ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে জরিমানা অনাদায়ে আরও এক মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে৷
৪ সেপ্টেম্বর রবিবার গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক জনাকীর্ন আদালতে এ রায় দেন৷
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো মোঃ ইয়াকুব আলী (৩৫), মোঃ হান্নান ওরফে হান্নু (৩৬), মোঃ দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩৬), মোঃ মনির (৩৩) ও মোঃ ইকবাল হোসেন (৩৩) ৷ এ ছাড়া মোঃ মাসুদ ওরফে মাইছ্যাকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে৷ এদের মধ্যে রায় ঘোষণার সময় আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলু উপস্থিত থাকলেও অন্য আসামিরা পলাতক রয়েছে৷
গাজীপুর আদালতের পিপি এডভেকেট মোঃ হারিছ উদ্দিন আহমদ জানান, গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকার নুরুল ইসলাম ওরফে নুরু মিয়ার ছেলে মাটি সরবরাহের ঠিকাদার মোঃ আবু সাইদকে (৪২) পূর্বশত্রুতার জের ধরে গত ২০০৮ সালের ১৭ জুন সন্ধ্যায় আসামিরা বাড়ি থেকে ডেকে পার্শ্ববর্তী ধীরাশ্রম বাজারের পাশের একটি কিন্ডারগার্টেন স্কুলে নিয়ে যায়৷ সেখানে রাত ১১টার দিকে আসামিরা আবু সাইদকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে৷ পরে নিহতের লাশ ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের উত্তরে রেল লাইনের পাশের একটি জমিতে ফেলে পালিয়ে যায়৷ পরদিন সকালে জয়দেবপুর থানা পুলিশ আবু সাইদের লাশ উদ্ধার করে৷
এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে ২০০৮ সালের ১৮ জুন একটি হত্যা মামলা দায়ের করেন৷ পরে এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ তিনজনকে গ্রেফতার করে৷ গ্রেফতারকৃতদের মধ্যে ইয়াকুব আলী হত্যার করার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়৷
তদন্ত শেষে পুলিশ ইয়াকুব আলী, হান্নান ওরফে হান্নু, দেলোয়ার হোসেন ওরফে দেলু, মোঃ মনির, মোঃ ইকবাল হোসেন ও মোঃ মাসুদ ওরফে মাইছ্যার বিরুদ্ধে গত ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে৷
প্রসিকিউশনের পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আলহাজ মোঃ হারিছ উদ্দিন আহমেদ এবং আসামিপক্ষে ছিলেন মোঃ হুমায়ুন কবির, লাবিব উদ্দিন ও সালেহ উদ্দিন রিপন৷