রবিবার ● ৪ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠকের প্রতিবাদে ৫টি বাঙ্গালী সংগঠনের ডাকে হরতাল পালিত
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠকের প্রতিবাদে ৫টি বাঙ্গালী সংগঠনের ডাকে হরতাল পালিত
ষ্টাফ রিপোর্টার :: (২০ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.১২মিঃ) পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইন বাতিল ও পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠকের প্রতিবাদে ৫টি বাঙ্গালী সংগঠনের ডাকে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় রবিবার সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। রাঙামাটি শহরের রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটাররা বিক্ষোভ করে প্রতিবদ্ধকতা সৃষ্টি করে।
রাঙামাটিতে হরতালের কারণে সকাল থেকে দুরপাল্লার ও আভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিলো। জেলার অভ্যন্তরীণ নৌপথের ৬টি রুটে কোন নৌযান চলাচল করেনি।
শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, কলেজ গেইট ও ভেদ ভেদী এলাকায় সকল দোকান পাট বন্ধ ছিল। বাঙ্গালী সংগঠনগুলোর নেতাকর্মীরা রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পিকেটিং করে। পিকেটারা রাঙামাটি প্রবেশ মুখ মানিকছড়ি ও কলেজ গেইটে বেশ কয়েকটি গাড়ীকে আটকে রাখে।
এদিকে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পিকেটিং করার সময় কলেজ গেইট এলাকা থেকে মো. নজরুল ইসলাম অপু ও তবলছড়ি এলাকা থেকে বাপ্পা নামের ২জনকে পুলিশ আটক করে।
হরতাল চলাকালে রাঙামাটি পুলিশের একটি টহল দল বহনকারী একটি পিকআপ ভ্যান রাঙামাটি জেলা আওয়ামীলীগ অফিসের সামনে উল্টে যায়।
এ সময় স্থানীয় জনগন আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে রাঙামাটি সদর হাপাসাতালে প্রেরণ করে।