সোমবার ● ৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে হরতাল পরবর্তী শ্রমিক পরিষদের আলোচনা সভা
রাঙামাটিতে হরতাল পরবর্তী শ্রমিক পরিষদের আলোচনা সভা
প্রেস বিজ্ঞপ্তি :: পার্বত্য শ্রমিক পরিষদ সভাপতি মো. এবাদুল হোসেন ৫ সেপ্টেম্বর প্রেরিত এক প্রেস বিজ্ঞপিততে জানান রাঙামাটিতে ৪ সেপ্টেম্বর রবিবার সকাল-সন্ধ্যা হরতাল পরবর্তী পার্বত্য শ্রমিক পরিষদের আলোচনা সভা ৫ সেপ্টেম্বর সোমবার, সকালে বনরূপাস্থ অস্থায়ী কার্যলয়ে অনুষ্ঠিত হয়৷
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বত্য শ্রমিক পরিষদের জেলা আহ্বায়ক মো. রাসেল ইসলাম সাগর৷ পার্বত্য গণশ্রমিক পরিষদের যুগ্ন আহ্বায়ক মো. ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পার্বত্য গণশ্রমিক পরিষদের সদস্য সচিব প্রদীব দেব নাথ, এসময় উপস্থিত ছিলেন পৌর শাখার সভাপতি, মো. এবাদুল হোসেন সাধারণ সম্পাদক বিশ্বজিত্ সেন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাবুল, সালাউদ্দিন ও মো. ইসমাঈল, ৮নং ওয়ার্ডের সভাপতি মো. জামাল উদ্দিন, ৪নং ওয়ার্ডের সভাপতি- রুস্তম আলী, ৭নং ওয়ার্ড সভাপতি মো. কলিম উদ্দিন, জালাল সিকদার, আবু কানন, মো. ইমন হোসেন, মানিক আহম্মেদ, মোরশেদ আলম, জাহিদুল ইসলামসহ পার্বত্য গণশ্রমিক পরিষদের জেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ৷
আলোচনা সভায় সভাপতি বলেন, দলমত নির্বিশেষে সকলে পাঁচ বাঙ্গালী সংগঠনের কেন্দ্র কমিটি ঘোষিত গত ৪ সেপ্টেম্বর রবিবার, সকাল-সন্ধ্যা হরতালে পার্বত্য গণশ্রমিক পরিষদের সর্মথনে স্বতস্ফূর্ত ও শক্রিয়ভাবে আন্দোলনে ভূমিকা রাখাতে পৌর এলাকার প্রধান সড়কে শ্রমিক পরিষদের জেলার আহ্বায়ক রাসেল ইসলাম সাগর ও সদস্য সচিব প্রদীব দেব নাথ এর নেতৃত্বে, তবলছড়ি এলাকায় পৌর সাধারণ সম্পাদক বিশ্বজিত্ সেন এর নেতৃত্বে, রাঙামাটির প্রবেশ মুখ ভেদভেদী বাজার এলাকায় পরিষদের পৌর সভাপতি মো. এবাদুল হোসেন এর নেতৃত্বে পিকেটিং করা হয়৷ বাঘাইছড়ি, লংগদু, নানিয়িরাচর, বরকল, বিলাইছড়ি ও রাঙামাটি সদর উপজেলার পার্বত্য শ্রমিক পরিদের সকল সর্বস্থরের নেতা কর্মীদের এবং নৌযান মালিক শ্রমিক, যানবাহন মালিক শ্রমিক, সিএনজি চালক শ্রমিক, মিডিয়া শ্রমিক, রাঙামাটির বিভিন্ন ধরনের ব্যবসায়ী ও সাধারণ সর্বস্তরের জনগণনের সমর্থন পাওয়াতে গত ৪ সেপ্টেম্বর শানত্মিপূর্ণ ভাবে হরতাল কোন রকম সহিংসতা ছাড়া সফল হওয়ায় আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন৷
সকলের সার্বিক সহযোগিতা পাওয়তেই আমরা হরতাল সফল করতে পেরিছি৷ আগামীতে দেশের ও জনগণের স্বার্থে পার্বত্য গণশ্রমিক পরিষদ যে কর্মসূচি ঘোষনা করা হবে, তাতে আপনারা সকলে এভাইবেই সক্রিয় ভূমিকা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন এবং সরকার যদি অবিলম্বে আমাদের এই দাবি না মানে তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব৷