মঙ্গলবার ● ৬ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » জাতীয় আদিবাসী পরিষদের ২৩ বছর পূর্তিতে র্যালি
জাতীয় আদিবাসী পরিষদের ২৩ বছর পূর্তিতে র্যালি
রাজশাহী প্রতিনিধি :: (২২ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৪৮মিঃ) জতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর মঙ্গলবার এক বিশাল শোভাযাত্রা রাজশাহী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রাজশাহী মিয়াপাড়া পাবলিক লাইব্রেরীতে এসে শেষ হয়।
১৯৯৩ সনের ৩ সেপ্টেম্বর রাজশাহীতে বৃহত্তর উত্তরবঙ্গের আদিবাসী জনগণকে একত্রিত করে সমতলের আদিবাসীদের বৃহত্তর অধিকার ভিত্তিক সামাজিক সংগঠন জতীয় আদিবাসী পরিষদের জন্ম হয়। জন্মলগ্ন থেকেই জতীয় আদিবাসী পরিষদ দেশের বৃহত্তর আদিবাসী সমাজের মানবাধিকার প্রতিষ্ঠায় লড়াই সংগ্রামে আত্মনিবেদিত।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ উপদেষ্টা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, জাতীয় আদিবাসী পরিষদ উপদেষ্টা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রাণাণিক দেবু, প্রেসিডিয়াম সদস্য রমানাথ মাহাতো, খ্রিস্টিনা বিশ্বাস, অবসরপ্রাপ্ত জেলা সমবায় অফিসার সূর্য্য হেমব্রম, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, প্রথম আলো চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি বিচিত্রা র্তির্কি, সাধারণ সম্পাদক টুনু পাহান, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি বিভূতী ভূষণ মাহাতো, অবসরপ্রাপ্ত কৃষি অফিসার মতিলাল সিং, জাতীয় আদিবাসী পরিষদ তানোর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুশান্না মার্ডি, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা যুগ্ম-আহব্বায়ক হুরেন মুরমু, আদিবাসী ছাত্র পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নকুল পাহান। আলোচনা সভা পরিচালনা করেন জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক প্রদীপ এক্কা, তানোর উপজেলা শাখার সভাপতি কর্নেলিউস মার্ডি, সাংগঠনিক সম্পাদক রিপন মুর্মু প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি ও পৃথক মন্ত্রণালয় গঠন করার দাবি জানান।
এছাড়াও বাদপড়া আদিবাসীদের অনর্ভূক্ত করার দাবি করেন বক্তারা। সারাদেশে আদিবাসীদের উপর অন্যায়-অত্যাচার, নির্যাতন, হত্যা, ধর্ষণ, হামলা ও ভূমি থেকে উচ্ছেদ বন্ধের দাবি জানান বক্তারা।