সোমবার ● ১৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » যৌথবাহিনীর অভিযান : ধরাছোঁয়ার বাইরে সন্ত্রাসীরা, উদ্ধার হয়নি অপহৃত ৩জন
যৌথবাহিনীর অভিযান : ধরাছোঁয়ার বাইরে সন্ত্রাসীরা, উদ্ধার হয়নি অপহৃত ৩জন
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান জেলা প্রতিনিধি :: বান্দরবানের দুর্গম ও সীমান্তে এলাকাজুড়েই বিরাজ করছে থমথমে অবস্থা ৷
গত বৃহস্পতিবার থেকে যৌথবাহিনীর সন্ত্রাস দমন এবং অপহৃত ৩জনকে উদ্ধারে অভিযান অব্যাহত থাকলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত ধরা পড়েনি কোন সন্ত্রাসী এবং উদ্ধার হয়নি অপহৃত ২জন পর্যটকসহ ৩ ব্যক্তি ৷ দফায় দফায় দুর্গম অঞ্চল এবং সীমান্ত এলাকায় যৌথবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলির কারণে রুমা উপজেলার দুর্গম রেমাক্রিপ্রাংসা এবং রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়তলী ইউনিয়নের কমপক্ষে ১০টি পাড়া-গ্রামে বিরাজ করছে কৃত্রিম খাদ্যসহ খাবার সংকট ৷ এর কারণ হিসেবে কয়েকটি এলাকার জনপ্রতিনিধিরা সোমবার বিকেলে জানিয়েছেন,যৌথবাহিনীর অভিযান এবং সন্ত্রাসীদের তত্পরতার কারণে এসব পাড়া-গ্রামসমুহের মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন ৷ ফলে তারা জুমের কাজসহ কোথাও মজুরির কাজ করতে যেতে পারছে না ৷ তারা অর্থসংকট এবং খাবার সংগ্রহের ক্ষেত্রেও পড়েছেন চরম বিপাকে ৷
জেলা সদরে সরকারি সুত্রগুলো বলছেন, দুর্গম এলাকাসহ সন্ত্রাসীদের সম্ভাব্য অবস্থানের কাছাকাছি যৌথবাহিনীর সদস্যরা পোঁছে গেছেন,অভিযান জোরদার করা হয়েছে ৷ অপহৃত ২জন পর্যটকসহ ১ পর্যটক গাইডকে অক্ষত অবস্থায় উদ্ধারে নানাকৌশল প্রয়োগ করা হচ্ছে ৷ সরকারি সুত্র আশা প্রকাশ করছে, যে কোন সময় অপহৃতরা উদ্ধার হতে পারেন ৷ এ লক্ষ্যে অভিযান জোরদার করা হয়েছে, অন্যদিকে স্থানীয় উপজাতীয়দের সহযোগিতাও এসব কাজে লাগানোর হচ্ছে ৷ আপলোড : ১৯ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৫৭ মিঃ