বুধবার ● ৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাবতলীতে দিনমজুরকে হত্যার চেষ্টা
গাবতলীতে দিনমজুরকে হত্যার চেষ্টা
বগুড়া প্রতিনিধি :: (২৩ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.০১মিঃ) বগুড়া গাবতলীর দক্ষিনপাড়ায় দিনমজুর ওয়াসিম মোলস্না (৩৫) কে লাটিসোটা দিয়ে এলোপাথারী ভাবে মারপিট ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে ৭ সেপ্টেম্বর বুধবার দক্ষিনপাড়া ইউনিয়নের পশ্চিম গোয়ালপাড়া গ্রামে৷
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, গাবতলী দক্ষিনপাড়ার পশ্চিম গোয়ালপাড়া গ্রামের শাহ আলমের পুত্র দিনমজুর ওয়াসিম মোল্লার সঙ্গে একই গ্রামের মোজাম্মেল হক মোজামের সঙ্গে দূীর্ঘদিন যাবত জমিজমার বিরোধ চলে আসছিল৷ এর জেরধরে বুধবার ওয়াসিম বাড়ী ফেরার পথে গোয়ালপাড়া সাকিল আহম্মেদের কলাবাগান এলাকায় পৌছালে সেখানে প্রতিপক্ষ মোজাম, আনারম্নল, মানিক, ময়েন, ফরহাদ, সোহাগ ও তুষার’সহ কয়েকজন লোক দেশীয় অস্ত্রসস্ত্রে সর্জ্জিত হয়ে পূর্বপরিকল্পনা মতে তার পথরোধ করে৷ এরপর ওয়াসিমকে মুখ ও নাকের ভিতর কাপড় গুচিয়ে দড়িদিয়ে হাত-পা বেধেঁ জোরপূর্বক কলা বাগানের ভিতরে নিয়ে যায়৷ সেখানে ওয়াসিমকে হত্যার উদ্যোশে লাটিসোটা দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করে গুরুত্বর ভাবে জখম করে আহত করে৷ এসময় ওয়াসিমের চিত্কারে গ্রামবাসী ছুটে আসলে তারা পালিয়ে যায়৷ খবরপেয়ে গ্রামপুলিশসহ এলাকার লোকজন গুরুত্বর আহত অবস্থায় ওয়াসিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ গাবতলী থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে৷ এঘটনায় ওয়াসিম বাদী হয়ে জেলা বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোজাম (৬০)কে প্রধান আসামী করে আনারুল (৪৬), মানিক (৩২), ময়েন (২৬), ফরহাদ (২৩), সোহাগ (২২), তুষার (২২) কে অভিযুক্ত করে আদালতে একটি মামলা দায়ের করা হয়৷ মামলা নং ১৬৬/১৬ (গাব)৷