বৃহস্পতিবার ● ৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » আমাদের আশেপাশে যারা নিরক্ষর রয়েছে নিজ উদ্যেগে তাদের সাক্ষরতা শেখাবো: ইউএনও মাটিরাঙ্গা
আমাদের আশেপাশে যারা নিরক্ষর রয়েছে নিজ উদ্যেগে তাদের সাক্ষরতা শেখাবো: ইউএনও মাটিরাঙ্গা
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি :: (২৪ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৪মিঃ) স্বাক্ষরতা আর সাক্ষরতা এই দুটি বানান যেমন এক নয় তেমনি এর অর্থও এক নয় উল্লেখ করে মাটিরাঙ্গার ইউএনও বিএম মশিউর রহমান বলেন-আমাদের আশেপাশে যারা নিরক্ষর রয়েছে তাদেরকে আমরা নিজেদের উদ্দ্যেগে সাক্ষরতা শেখবো ৷ দেশ ও দেশের মানুষকে এগিয়ে নিতে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের র্যালী শেষে আলোচণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে অনুষ্ঠিত একটি র্যালি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়৷ মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে-অতীতকে জানবো আগামী গড়বো এ শ্লোগানকে প্রাণে ধারণ করে মাটিরাঙ্গায় নানাা কর্মসুচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে৷
পরে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কৃষ্ণলাল দেবনাথ, মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশরাফ উদ্দিন খন্দকার, সদর ইউপি চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা মউিনিসিপ্যাল মডেল হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী হোসনে আরা আকতার, রাকিবুল হাসান ও ফিরোজা আকতার প্রমুখ বক্তব্য রাখেন৷
সাক্ষরতা ও শিক্ষা মানুষকে সচেতন করে তোলে,তার জ্ঞান চক্ষু খুলে দেয়,তাকে সুযোগ্য নাগরিকে পরিণত করে৷
চলমান সমাজের বিভিন্ন প্রয়োজনে টিপসহির পাশাপাশী স্বাক্ষরতার অভ্যাস গড়ে তোলার গুরুত্বারোপ করে বক্তারা বলেন, প্রভাবশালীদের প্রভাবে দরিদ্র ও নিরক্ষররা অনেক সময় অনেক সুবিধা থেকে বঞ্চিত হয় যা সাক্ষরতার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব৷
দেশ গড়ার প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা৷ শিক্ষার পূর্বশর্ত হচ্ছে সাক্ষরতা ৷ তাই নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে হলে সাক্ষরতার ওপর জোর দিতে হবে৷ তারা বলেন, বাংলাদেশকে ক্ষুদা দারিদ্র মুক্ত ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সাক্ষরতা সম্পন্ন মানুষের ভূমিকার বিকল্প নেই৷
এ সময় মাটিরাঙ্গা সহ-কারী কমিশনার (ভুমি) মো: রায়হানুল হারুন ও উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সাংবাদিক,এনজিও কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিগণ,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন৷