বৃহস্পতিবার ● ৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস দখল মুক্ত করার দাবীতে জেলা প্রশাসক বরাবর আবেদন পত্র দাখিল
প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস দখল মুক্ত করার দাবীতে জেলা প্রশাসক বরাবর আবেদন পত্র দাখিল
পাবনা প্রতিনিধি :: (২৪ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.২৪মিঃ) প্রখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর স্মৃতি সংরক্ষণে লেখকের পাবনার চাটমোহরের হরিপুরের পৈত্রিক নিবাস ও স্থাবর অস্থাবর সম্পত্তি অবৈধ দখলদার মুক্ত করার জন্য ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোর নিকট আবেদন পত্র দাখিল করেছেন প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি সাপ্তাহিক অনাবিল সংবাদ পত্রিকার সম্পাদক প্রভাষক ইকবাল কবীর ও সম্পাদক এ্যাডঃ আব্দুল মমিন সরকার৷
একই দিনে চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, চাটমোহর থানা অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কেএম বেলাল হোসেন স্বপন ও সাপ্তাহিক বাঁশপত্র সম্পাদক শামীম হাসান মিলন এর অফিসে এ আবেদন পত্রের অনুলিপি দাখিল করা হয়৷
জানা গেছে, বাংলা সাহিত্যের চলিত গদ্য রীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাসসহ ভূসম্পত্তি দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে দখলে রেখেছে কয়েকজন অবৈধ দখলদার৷ তারা একজন বিখ্যাত লেখকের স্মৃতিচিহ্ন দিনের পর দিন নিঃশেষ করে চলছে এবং সরকারের কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষতি সাধন করছে৷ লেখকের স্মৃতি সংরক্ষণে ২০১৪ সালে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠন গড়ে তোলে এলাকাবাসী৷ দীর্ঘদিন যাবত এ সংগঠনটি লেখকের পৈত্রিক নিবাস অবৈধ দখলদার মুক্ত করার দাবী জানিয়ে আসছে৷ এরই ধারাবাহিকতায় বীরবল (ছদ্ম নাম) খ্যাত লেখকের পৈতিক নিবাস দখল মুক্ত করতে এ আবেদন পত্র দাখিল করা হয়৷ সংগঠনটির পক্ষ থেকে এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু কামনা করা হয়েছে৷