শুক্রবার ● ৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » রাস্তায় চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : ঢাকা রেঞ্জের ডিআইজি
রাস্তায় চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : ঢাকা রেঞ্জের ডিআইজি
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নূরুজ্জামান বলেছেন, রাস্তায় কোনো চাঁদাবাজি হবে না৷ আমাদের পুলিশের পোশাক পরা হোক আর অন্য যে কেউ হোক না কেনো তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷
তিনি ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় পুলিশ কন্ট্রোল রুম উদ্বোধনের সময় এসব কথা জানান৷
ডিআইজি আরো বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷
পরে তিনি ঈদে সড়ক নিরাপত্তা রক্ষায় নিয়োজিত কমিউনিটি পুলিশের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন৷
এসময় অন্যান্যের মধ্যে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ ও হাইওয়ে পুলিশ সুপার শফিকুল ইসলামসহ ঊধতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷