শুক্রবার ● ৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে তারে জড়িয়ে ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে ৪০ যাত্রী আহত
সিরাজগঞ্জে তারে জড়িয়ে ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে ৪০ যাত্রী আহত
সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জে টেলিফোন এঙ্চেঞ্জ (টিএন্ডটি) তারের সাথে জড়িয়ে ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে অন্তত ৪০জন আহত হয়েছে৷ শুক্রবার সকাল ১১.১০ মিনিটের দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় কড্ডার মোড়ে শহীদ এম. মনসুর আলী ষ্টেশনে এ ঘটনা ঘটে৷
আহত যাত্রী আবুল কালামসহ প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১.২০ মিনিটের দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এঙ্প্রেস ট্রেনটি শহীদ এম.মনসুর আলী ষ্টেশনে প্রবেশ করতে থাকে৷ ট্রেনটি ষ্টেশনে প্রবেশ মুহুর্তে রেললাইনের উপর দিয়ে টানানো টেলিফোন এঙ্চেঞ্জের তারের সাথে ট্রেনের ছাদের উপরে থাকা যাত্রীদের সাথে লেগে যায়৷ মুহুর্তে মধ্যে তারের সাথে জড়িয়ে অন্তত ৪০জন যাত্রী ছিটকে পড়ে যায়৷ এতে কেউ নিহত না হলেও অনেকের হাত-ভেঙ্গে গুরুত্বর আহত হয়েছে৷ তবে ট্রেনটি ষ্টেশনে প্রবেশকালে স্পীড কম থাকায় বড় ধরনের কোন ঘটনা ঘটেনি৷ আহতদের সিরাজগঞ্জ সদরসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে৷ এদিকে, দুর্ঘটনার কারণে প্রায় আধাঘন্টা ট্রেন ষ্টেশনে যাত্রা বিরতি করে৷ পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে তারটি কেটে দিলে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়৷
সদর হাসপাতালের চিকিত্সক আবাসিক মেডিকেল অফিসার ডা. আকরামুজ্জামান জানান, হাসপাতালে ১৯জন আহত যাত্রীকে ভর্তি করা হয়েছে৷ এদের মধ্যে অনেকের হাত-পা ভেঙ্গে গেছে৷ আহতদের চিকিত্সা চলছে৷ তবে একজন প্রাথমিক চিকিত্সা নিয়ে চলে গেছে বলেও তিনি জানান৷