সোমবার ● ১৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » লামা-আলীকদম অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন , রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের অভিনন্দন
লামা-আলীকদম অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন , রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের অভিনন্দন
ষ্টাফ রিপোর্টার :: লামা-আলীকদম অনলাইন প্রেস ক্লাব গঠন হয়েছে ৷ ১৬ অক্টোবর শুক্রবার বেলা ১০টায় আলীকদম প্রেসক্লাবে এই উপলক্ষে বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয় ৷ এসময় উপস্থিত সাংবাদিকদের মতামতে আলীকদমে কর্মরত সাংবাদিক হাসান মাহমদুকে আহবায়ক ও লামায় কর্মরত সাংবাদিক রফিকুল ইসলামকে সদস্য সচিব করে ৫ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয় ৷ অহবায়ক কমিটি অন্যান্যরা হলেন, নুরুল কবির আরমান, এসকে খগেশ প্রতি চন্দ্র খোকন ও দীপু তঞ্চঙ্গ্যা ৷
আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় উপস্থিত ছিলেন লামা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি মোঃ তৈয়ব আলী, লামা ইনকিলাব প্রতিনিধি মোহাম্মদ শামছুদোহা, আলীকদম উপজেলা দৈনিক সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি হাসান মাহমুদ, সাংবাদিক আবুল কাসেম, শাহাব উদ্দিন, দীপু তংচংগ্যা, সোনিয়া ত্রিপুরা সহ প্রমূখ ৷
সভায় লামা ও আলীকদমের নবীন ও প্রবীন সকল সাংবাদিকদের সমন্ময়ে আগামী এক মাসের মধ্যে একটি পুর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করার জন্য সকলে একমত হন ৷ সভায় সভ্যগন বলে বান্দরবান জেলার এই দুটি উপজেলার সাংবাদিকরা এক সাথে কাজ করলে এলাকার অনেক সমস্য অতিসহযে দুর করা সম্ভব হবে ৷ এছাড়াও লামা-আলীকদম অনলাইন প্রেসক্লাব দুই উপজেলার সাংবাদিকদের মধ্যে নতুন সেতু বন্ধনের কাজ করবে বলেও সভ্যগন মনে করেন ৷
এদিকে লামা-আলীকদম অনলাইন প্রেস ক্লাবে সাংবাদিক হাসান মাহমদুকে আহবায়ক ও সাংবাদিক রফিকুল ইসলামকে সদস্য সচিব করায় রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন ও সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন চৌধৃরী আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন। তাদের নেতৃত্বে লামা-আলীকদম অনলাইন প্রেস ক্লাব পূর্নাঙ্গতা পাবে বলে আশা প্রকাশ করেন।
আপলোড : ১৯ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.৪৩ মিঃ