শনিবার ● ১০ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » পুলিশের বাধায় অফিসের ছাদে ঝিনাইদহ বিএনপি’র প্রতিবাদ সমাবেশ
পুলিশের বাধায় অফিসের ছাদে ঝিনাইদহ বিএনপি’র প্রতিবাদ সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৬ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৫মিঃ) ঝিনাইদহে বিএনপি’র দেশব্যাপী কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ কর্মসূচী পুলিশি বাঁধায় পন্ড হয়ে গেছে৷ জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে ঝিনাইদহ জেলা বিএনপি ১০ সেপ্টেম্বর শনিবার দুপুরে জেলা শহরে বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয়৷
কর্মসূচী পালনের উদ্দেশ্যে সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা জেলা কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন৷
অফিসের দলীয় নেতাকর্মীরা প্রবেশের পর পুলিশ বিএনপি’র কার্যালয অবরুদ্ধে করে রাখে৷ রাজ পথে বের হতে না পারায় বিএনপি দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করে৷
উপজেলা বিএনপি’র সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান৷
তিনি বলেন, এই সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে জিয়াউর রহমানের পদক ছিনিয়ে নিয়েছে এবং তার মাজার চন্দ্রিমা উদ্যান থেকে সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে৷ তিনি বলেন এসব করে ১৬ কোটি মানুষের মন থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলা যাবে না৷
তিনি আরও বলেন দেশে আজ সামান্যতম গণতন্ত্রও অবশিষ্ট নেই৷ পুলিশ দিয়ে আমাদের সাধারণ প্রতিবাদটুকু করতে দেওয়া হচ্ছে না৷ তিনি সকলকে এই অগণতান্ত্রিক অবস্থা থেকে মুক্ত হতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান৷