শনিবার ● ১০ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাবতলীতে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবানী পশু’র হাট
গাবতলীতে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবানী পশু’র হাট
বগুড়া প্রতিনিধি :: (২৬ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৮মিঃ) আসন্ন আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার পবিত্র ঈদ উল আযহা৷ আর মাত্র ২দিন বাঁকী৷ মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে প্রিয় ধর্মীয় উত্সব পবিত্র কোরবানী’র ঈদকে সামনে রেখে বগুড়া জেলা’সহ গাবতলীতে শেষ মুহুতে জমে উঠেছে পশু’র হাট৷ গতবছরের তুলনায় এবছরে বিদেশী গরু-ছাগল আমদানী হলেও দেশী গরু-ছাগলের চাহিদা সবচেয়ে বেশী ছিল৷ বেশীর ভাগ ক্রেতা কিনছেন দেশী গরু মহিষ ও ভেড়া-ছাগল৷ ফলে আশানুরুপ মূল্যে থেকে বঞ্চিত হচ্ছেন গরু ব্যবসায়ী ও খামাররা৷ দুর-দরন্ত থেকে অনেক ক্রেতা-বিক্রেতা’র সমাগমে জমে উঠছে পশুর হাটগুলো৷ গতকাল শুক্রবার কাগইল করম্নণা কানত্ম উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাটে ব্যাপক বেচা কেনা হয়েছে৷ পছন্দ মতে ক্রয়-বিক্রয় করেছে সবাই৷ গরুর দামটা একটু বেশী হলেও ছাগলের দাম ছিল তুলনামূলক ভাবে কম৷ ফলে দাম কম হলেও ব্যবসায়ী’সহ খামারীরা বিক্রি করেছে পশুদের৷ এতে করে কিছুটা হলেও ব্যবসায়ীদের লাভ কম হচ্ছে কবলে জানিয়েছেন গরম্ন ব্যবসায়ী আইনুল হক৷ উপজেলার কাগইল, পীরগাছা, ডাকুমারা, সুখানপুকুর, কদমতলী, নাড়ুয়ামালা, মহিষাবান, পেরীহাট, দূগর্াহাটা, তরম্ননীহাট ও বাগবাড়ী পশুর হাট জমে উঠেছে৷ এছাড়াও ইউনিয়ন ভিত্তিক পশুর হাট বসেছে৷ কাগইল হাট ইজারাদার মোঃ দুলাল আকন্দ ও হাটের পরিচালক কাগইল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিকরাইল ইসলাম জানান, এলাকার অধিকাংশ মানুষ কৃষির উপর নিভরশীল৷ ফলে তারা স্থানীয় কাগইল হাট থেকে কোরবানীর জন্য পশু কিনেছেন৷ বেচা কেনাও ভাল হয়েছে৷ ক্রেতা মেহেদী হাসান নয়ন জানান, ১৬হাজার টাকায় একটি ছাগল কিনেছি৷ কমটা কম ছিল৷ কাগইল পশুর হাট নিয়মিত হলে হাট আরো জমে যাবে৷ খামারী রবিউল ইসলাম ও রাকিব হাসান জানান, পশু লালন পালন করতে যে টাকা খরচ হয়েছে৷ এখন সে টাকাও উঠছে না৷ খামারী পলস্নী ডাক্তার অমৃত জানান, হাটে ১টি গরম্ন’র দাম ২লাখ টাকা চাইলেও দাম বলেছে দেড় লৰ টাকা ফলে দাম কম হওয়ায় বিক্রি না করে বাড়ীতে নিয়ে যাচ্ছি৷ এদিকে গরম্ন ব্যবসায়ীরা জানান ভিন্ন কথা তারা বলেন, গতবোরো মৌসুমে কৃষকরা ধানের ন্যার্যমূল্যে না পাওয়া সেই প্রভাব পড়েছে পশুর হাটে৷ এদিকে পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের সাথে কেউ জেন প্রতারনা করতে না পারে সে জন্য জাল টাকার সনাক্তকরণে স্থানীয় ব্যাংক গুলো সনাক্তকরণ মিশিন বসানো হয়েছে৷ পশুর স্বাস্থ্য নিশ্চিত করতে গাবতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকতর্া ডাঃ মোঃ আনিছুর রহমান ও ভেটানারি সার্জন ডাঃ মোঃ একরামুল হক মন্ডলের নের্তৃত্বে কোরবানী পশুর হাটে পশুর স্বাস্থ্য পরিৰা ও তদারকি করা হচ্ছে৷ একাজে সহযোগিতা করছেন ভিএফএ ও স্বেচ্ছাসেবকগণ৷ কাগইল ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত কৃত্রিম প্রজনন সহকারী মোঃ জাহিদুল ইসলাম জানান, কাগইল পশুর হাটে পশুর স্বাস্থ্য পরিৰা ও তদারকি করার জন্য সকাল থেকে রাঁত পয়নর্ত্ম ছিলাম৷ ক্রেতাদের সার্বিক সহযোগিতা করা হয়েছে৷ এবিষয়ে গাবতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিছুর রহমান জানান, গাবতলীতে ভেটেরিনারি ২টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে৷ মেডিক্যাল টিম বিভিন্ন পশুর হাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে কোরবানীর জন্য সকল পশু সুস্থ সবল ও রোগমুক্ত রয়েছে কি না সে জন্য পরিৰা ও তদারকি করা হচ্ছে৷ এদিকে হাটগুলোর নিরাপত্তা দেওয়া জন্য মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য৷ হাটে গরম্ন চোর ও নকল (জাল) টাকা সনাক্তকরণে (প্রতিরোধে) গাবতলী মডেল থানা ওসি মোঃ শাহীদ মাহমুদ খান গাবতলীর বিভিন্ন পশুর হাট-বাজারে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন৷ এবিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আহসান হাবিব জানান, সু-শৃংঙ্খল ভাবে হাটে কোরবানী’র পশু বেচা কেনার জন্য প্রশাসনের পৰ থেকে সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে৷ আশাকরছি সবাই সুন্দর ভাবে পবিত্র ঈদ উল আযহা উদযাপন করতে পারবেন৷ এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন৷