শনিবার ● ১০ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » জাতীয় » জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: ভূমিমন্ত্রী
জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: ভূমিমন্ত্রী
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৬ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৫মিঃ) শনিবার ১০ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের এ.এস.এম. কামাল উদ্দিন অডিটোরিয়ামে ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি৷ বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মু. খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম. সাইদুল হক চুন্নু, বিএসআরআই এর পরিচালক ড. এ.এস.এম. আমান উলস্নাহ, পরিচালক ড. আমজাদ হোসেন, ড. সাইদুর রহমান, যুক্তরাজ্যের শিক্ষা প্রোগ্রাম বিষয়ক গবেষক গালিবুর রহমান গালিব ও সিনিয়র সায়েন্টিফিক অফিসার হাসিবুর রহমান৷
প্রধান অতিথির বক্তব্যে ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেন, বাংলাদেশের মাটি থাকবে জঙ্গিবাদ মুক্ত৷ জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার ঐক্য ইতোমধ্যে হয়ে গেছে৷ জঙ্গিরা আত্মঘাতি হয়ে নিজেরা মরে, অন্যদেরকেও মারে৷ ওরা সাংঘাতিক মেধাবী৷ জঙ্গি বা আত্মঘাতির মধ্যে কোন বাহাদুরি নাই৷ পৃথিবীর সভ্য দেশ হিসেবে বাংলাদেশের অনুপ্রবেশ ঘটেছে৷ একটি আধুনিক শিক্ষিত জাতি হিসেবে পৃথিবীর বুকে বাংলাদেশকে দাঁড় করাতে সক্ষম হয়েছে৷ একটি সুন্দর জাতি ও সুন্দর দেশ গড়তে মেধাবী ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ হতে হবে৷ বিশ্ব অঙ্গণে জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে৷ পরে মন্ত্রী কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে গোল্ড মেডেল ও ক্রেস্ট বিতরণ করেন৷