![মানিকছড়িতে ট্রাকের নীচে মোটরসাইকেল আরোহীর মৃত্যু](https://www.chtmedia24.com/cloud/archives/2024/12/43280-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান নজরুল পরিষদের স্মরণ সভা
রাউজান নজরুল পরিষদের স্মরণ সভা
রাউজান প্রতিনিধি :: দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউছুপ চৌধুরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা বলেছেন মরহুম ইউছুপ চৌধুরী অলোকিত মানুষ ছিলেন। বিদ্রোহী কবি নজরুলের পরশে ধন্য ছিল তার হাজী বাড়ী। তিনি শুধু রাউজানের জন্য নয়, তিনি চট্টগ্রাম অঞ্চলের বড় মাপের গুনিজন। তার প্রতিটি চিন্তা চেতনায় ছিল এ অঞ্চলের মাটি ও মানুষের আশা আকাংঙ্খার প্রতিফলন ঘটানোর পক্ষে। তার বলিষ্ঠ ভূমিকার কারণে আজকে চট্টগ্রামের অনেক নামি দামি শিক্ষা ও মানবিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তার চেষ্টায় প্রতিষ্ঠা পাওয়া এসব প্রতিষ্ঠান থেকে এখন সুফল পাচ্ছে এ অঞ্চলের হাজার হাজার মানুষ।
১০ সেপ্টেম্বর রাউজান কবি নজরুল সাহিত্য পরিষদ ও রাউজাননিউজ২৪ডটকম এই স্মরণ সভার আয়োজন করে যৌথ ভাবে। নোয়াপাড়া টেনস্টার মিডিয়া সেন্টারে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রাউজাননিউজ২৪ডট কমের প্রধান সম্পাদক মীর মোহাম্মদ আসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি নজরুল সাহিত্য পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম সুমন। প্রধান আলোচক ছিলেন ব্যাংকার মফজ্জল হোসেন তালুকদার। রাউজান নিউজের সম্পাদক কামরুল ইসলাম বাবুর সঞ্চালনায় এই স্মরণ সভায় আলোচনায় অংশ গ্রহন করেন লেখক স.ম.জাফর উল্লাহ, সমাজ সেবক শামীম আল আজাদ, সংগঠক সেলিম জাবেদ রানা, প্রকৌশলী পলাশ বড়ুয়া, প্রকৌশলী আনোয়ারুল আজিম ছিদ্দিকী, এপেক্সিয়ান আকতারুজ্জমান পারভেজ, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের লাইব্রিয়ান নুরুল আবসার, লেখক নুরুল আল মামুন রুবেল, সাংবাদিক আমির হামজা, বিশ্ববিদ্যালয় ভিত্তিক রক্তদাতা প্রতিষ্ঠান রেসকোস এর অন্যতম প্রতিষ্ঠাতা এস.এম মুজিব, মেম্বার ফজল হক, ফজল করিম, টেনস্টার ট্রেড হাউস লিঃ পরিচালক মোঃ নাজিম উদ্দীন, মনছুর আহম্মদ, মোঃ আজিজ উদ্দীন, মোঃ জুবায়ের, প্রমূখ।