রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বগুড়া’য় শেষ মুহুতে ঈদ বাজারে টুপি আতর কেনা কাটা জমে উঠেছে
বগুড়া’য় শেষ মুহুতে ঈদ বাজারে টুপি আতর কেনা কাটা জমে উঠেছে
বগুড়া প্রতিনিধি :: (২৭ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৮মি.) আগামীকাল মঙ্গলবার পবিত্র ঈদ-উল-আযহা৷ বগুড়া জেলাসহ গাবতলীতে শেষ মুহুর্তে ঈদ বাজারে টুপি আতর সুরমা-তসবি কেনাকাটা জমে উঠেছে৷ ভিক্ষুক-দুস্থ ও ছিন্নমূল শিশুরা এখন সাহার্য্য (যাকাত) নিতে ধনাঢ়্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরছেন৷ পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে ঘরমুখী মানুষ এখন বাড়ি ফেরার অপেক্ষায়৷ মা-বাবা তাকিয়ে আছে সন্তানের দিকে৷ ঈদের নামাজে সবচেয়ে বেশী প্রয়োজন নতুন টুপি৷ সঙ্গে চাই সুগন্ধী আতর ও সুরমা৷ আর এজন্য শেষ মুহুতে সবাই এখন টুপির দোকানে ভীড় জমাচ্ছেন৷ বগুড়াসহ গাবতলীতে এখন প্রতিটি টুপি ৫০ টাকা থেকে ১শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে৷ বাজারে এসেছে তুর্কি টুপি, আফগান টুপি ও দেশীয় টুপিসহ সুতা দিয়ে হাতের কারু কাজ করা তৈরী টুপি৷ তবে সাদা টুপি বিক্রি হচ্ছে বেশী৷ সবাই সাধ ও সাধ্যের মধ্যে টুপি ক্রয় করতে পাচ্ছে৷ টুপি বিক্রেতা শিপন ও টুকু জানান, টুপি বিক্রিতে লাভ কম৷ তবুও বাজারে বেশী বিক্রি হচ্ছে৷ মার্কেট ছাড়াও ফুটপাতে (ভ্রাম্যমান) দোকানে সাজিয়ে রেখে টুপি আতর সুরমা বিক্রি করা সম্ভব৷ এছাড়াও ঈদগাঁহ মাঠে মুসল্লিদের মাথায় শোভা পাবে বিভিন্ন রকমের টুপি৷ অপরদিকে ছিন্নমুল শিশু ও ভূমিহীন দুস্থ পরিবারগুলো তাদের চাহিদা পুরনে সাহায্য (যাকাত) টাকা সংগ্রহ করতে সমাজের ধনাঢ়্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরতে দেখা যাচ্ছে৷ পুরানো কাপড় পরিস্কার, জুতা কালি করা, আর ঈদের দিনে ভোর সকালে একটু লাভ খাবারের আশায় অভাবি মানুষ গুলো এখন যাকাত বা সাহার্য্য নিতে ব্যসত্ম হয়ে পড়েছেন৷ এদিকে সবার জন্য ঈদ-উল-আযহা’র নামাজে পরিপূর্ণতা ফিরে আনতে ইতিমধ্যে মাঠগুলো নানা রঙ্গে সাজিয়ে তোলা হচ্ছে৷ রাস্তায় তৈরী করা হচ্ছে তোরন ও গেইট ইত্যাদি ৷